বাজারে আসছে অপো’র ফোল্ডেবেল ফোন

ইবাংলা ডেস্ক

স্মার্টফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান অপো এবার তাদের স্মার্টফোনের সম্ভারে নতুন সংযোজন করতে যাচ্ছে ফোল্ডেবেল বা ভাজযোগ্য ফোন। সম্পতি অপো ‘ও ফ্যান’ ফেস্টিভ্যালে কম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড্যামন ইয়াং-এর হাতে সাদা রংয়ের ফোনটি দেখা গেছে। ফোনটি যে আধুনিক প্রযুক্তি সম্পন্ন ফাইন্ড এন এটা নিশ্চিত হওয়া গেছে।

Islami Bank

ফাইন্ড এন মোবাইলটিতে থাকছে ৭.১ ইঞ্চি ও ৫.৪৯ ইঞ্চি বিশিষ্ট ডুয়েল ডিসপ্লে। ফোল্ডেবল এলটিপি ও অ্যামোল্ড ডিসপ্লে যার স্ক্রিন রেজ্যুলেশন দেওয়া হয়েছে আনফোল্ডেড ১৭৯২*১৯২০ পিক্সেল এর পি পি আই ডেনসিটি হবে ৩৭০ ও অপরটি হবে ৯৮৮*১৯৭২ পিক্সেল। ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাপের প্রাথমিক ক্যামেরাটি হবে ৫০ মেগাপিক্সেলের ওয়াইড, ১৩ মেগাপিক্সেলের টেলিফটো এবং অপরটি হবে ১৬ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর।

one pherma

এছাড়াও ফোনটির সঙ্গে থাকছে একটি এলইডি ফ্ল্যাশ। ফোনটির চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ ৫জি অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। ফোনটিতে থাকবে ৮/১২ জিবি র‍্যাম এবং ২৫৬/৫১২ জিবি ফোন স্টোরেজ। ফাইভজি’র এ মোবাইলটি ৪ হাজার ৫০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি বিশিষ্ট। এছাড়া ফাস্ট চার্জিংয়ের জন্য দেওয়া হয়েছে ৩৩ ওয়াটের সুপারভুক ফ্ল্যাশ, ১৫ ওয়াটের ওয়্যারলেস ও ১০ ওয়াটের রিভার্স চার্জ সিস্টেম।

ইবাংলা /টিপি/ ০৩ জানুয়ারি, ২০২২

Contact Us