সপরিবারে করোনা আক্রান্ত সোনু নিগাম

বিনোদন ডেস্ক

‘আমরা মনে হয় এখন আমাদের এটি নিয়েই (কোভিড) বাঁচতে হবে। আমি অনেকবার ভাইরাল ফিভার নিয়ে কনসার্টে লাইভ পারফর্ম করেছি, গলা খারাপ থেকেছে, কিন্তু এটি (কোভিড) তার চেয়ে অনেক বেটার, আমি মরে যাচ্ছি না।’

Islami Bank

মঙ্গলবার (৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তা শেয়ার করে এভাবেই করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানালেন সোনু নিগাম। শুধু সোনু নিগাম একা নন, তার স্ত্রী এবং ছেলেও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এ প্রসঙ্গে জনপ্রিয় এই সংগীতশিল্পী জানান, ছেলে এবং পরিবারের অনান্য সদস্যরাও করোনা পজিটিভ তাই সবার সঙ্গে আরও বেশি করে সময় কাটাতে পারব। ছেলের সঙ্গে অনেকদিন দেখা হয়নি, সেই আফসোস এখন পুষিয়ে নেব সুদে-আসলে। তার কথায়, ‘এটি হল হ্যাপি কোভিড ফ্যামিলি।’

one pherma

করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি জানানোর পাশাপাশি দুই লাইন গানও গেয়ে শোনান জনপ্রিয় এই সংগীতশিল্পী। ‘সুপার সিঙ্গার’-এর শুটিংয়ের জন্য ভারতে ফেরার কথা ছিল সোনু নিগামের। কিন্তু করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে সেই পরিকল্পনা বাতিল করতে হয়েছে। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি।

ইবাংলা / টিআর /৫ জানুয়ারী

Contact Us