ভোট কেন্দ্রের পাশে থেকে অস্ত্রসহ যুবক আটক

জেলা প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালীর সোনাইমুড়ীর উপজেলার ৩নং চাষীরহাট ভোট কেন্দ্রের পাশে থেকে একটি দেশীয় তৈরী এলজিসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবকের নাম মো.রবিন (২৮) সোনাইমড়ী পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের বানুয়াই গ্রামের মোহাম্মদ হানিফের ছেলে।

Islami Bank

বুধবার (৫ জানুয়ারি) দুপুরে তাকে উপজেলা ৩ নং চাষীরহাট ১ নম্বর ওয়ার্ডের রথী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, পঞ্চম ধাপে সোনাইমুড়ী উপজেলার ৩ নং চাষীরহাট ১ নম্বর ওয়ার্ডের রথী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট গ্রহণ চলছিল।

one pherma

এ সময় ভোট কেন্দ্র সংলগ্ন দক্ষিণ পাশে মোটর সাইকেল আরোহী রবিনকে তল্লাশি করে পুলিশ। একপর্যায়ে মোটরসাইকেল আরোহী রবিন দৌঁড়ে পালানোর চেষ্টা করলে অস্ত্রসহ তাকে আটক করে পুলিশ। নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম এক যুবককে অস্ত্রসহ আটকরে বিষয়টি নিশ্চিত করেন।

ইবাংলা / টিআর /৫ জানুয়ারী

Contact Us