স্বতন্ত্র প্রার্থীকে মারধরের অভিযোগ

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জুঁইদণ্ডী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে রাশেদুল ইসলাম চৌধুরী নামে এক স্বতন্ত্র প্রার্থীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ সময় তাকে বহনকারী গাড়িও ভাঙচুর করা হয়। শুক্রবার দুপুরে জুঁইদণ্ডী চৌমুহনীতে এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, শুক্রবার (৭ জানুয়ারি) দুপুরে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী রাশেদুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম শহর থেকে নিজ গ্রামে যাচ্ছিলেন। রাশেদ গাড়ি নিয়ে জুঁইদণ্ডী চৌমুহনীতে পৌঁছালে একদল লোক তার ওপর হামলা চালায়। তার গায়ের কাপড় ছিড়ে ফেলে, তাকে মারধর করে এবং তাকে বহন করা গাড়ি ভাঙচুর হয়েছে। পরে পুলিশের হস্তক্ষেপে তাকে উদ্ধার করা হয়।

বিদ্রোহী প্রার্থী রাশেদুল ইসলাম জানায়, জুমার নামাজ ও বাবার কবর জেয়ারত করার জন্য নিজ বাড়িতে যাচ্ছিলাম। জুঁইদণ্ডী চৌমুহনীতে নিজ গাড়ি করে পৌঁছালে আমার ওপর হামলা চালানো হয়। আমার গায়ের কাপড় ছিঁড়ে ফেলা হয়। তিনি হামলার জন্য আওয়ামী লীগ প্রার্থী মো. ইদ্রিসকে দায়ী করেছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগ প্রার্থী মো. ইদ্রিস।

এ বিষয় আনোয়ারা থানার এসআই কমল জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আসন্ন ইউপি নির্বাচনের দুই প্রার্থীকে এলাকায় ঢুকতে দেওয়া হয়নি। পুলিশ যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এ ব্যবস্থা নিয়েছে। বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে।

ইবাংলা /টিআর / ৮ জানুয়ারি

Contact Us