দুই তরুণীকে ধর্ষণের মামলায় গ্রেফতার ৫

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ

ময়মনসিংহের হালুয়াঘাটে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে দুই গারো তরুণীকে দলবেঁধে ধর্ষণের মামলায় পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার (৮ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান।

Islami Bank

গ্রেফতারকৃতরা হলেন- হালুয়াঘাট উপজেলার কাতলমারি গ্রামের শহিদুল ইসলামের ছেলে শরীফ মিয়া (২০), কাটাবাড়ি গ্রামের আবদুল মতিনের ছেলে মিজানুর রহমান (২২), একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে আবদুল হামিদ (১৯), কচুয়াকুড়া গ্রামের আবদুল হামিদের ছেলে মিয়া হোসেন (২০) একই গ্রামের মফিজুল মিয়ার ছেলে রুকন মিয়া (২১)। তাদের মধ্যে আবদুল হামিদ মামলার আসামি না হলেও ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে।

আরও পডুন: স্বতন্ত্র প্রার্থীকে মারধরের অভিযোগ

one pherma

তিনি বলেন, দুই গারো তরুণীকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় শুক্রবার (৭ জানুয়ারি ) রাতে ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের দুটি চৌকস টিম তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তাদের গ্রেফতার করে। অচিরেই বাকিদের গ্রেফতার করা হবে।

উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর মধ্যরাতে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে কাটাবাড়ি গ্রামের আকাশী বাগানে দুই গারো তরুণী ধর্ষণের শিকার হন। পরে ৩০ ডিসেম্বর হালুয়াঘাট থানায় ১০ জনকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন এক তরুণীর বাবা।

ইবাংলা /টিআর / ৮ জানুয়ারি

Contact Us