ভোক্তার অভিযানে ২৬ হাজার টাকা জরিমানা

সাইদুর রহমান তসলিম,নরসিংদী

মনোহরদীতে ভোক্তা অধিকার পরিচালিত এক অভিযানে নানা অনিয়মের কারনে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে মনোহরদী বাজারে এ অভিযানটি পরিচালিত হয়। এতে অতিরিক্ত ওজনের মিষ্টির বাক্স ব্যবহারের জন্য বাজারের ২টি মিষ্টির দোকানকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একটি ওষুধের দোকান ও ২টি খাবার হোটেলকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Islami Bank

ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর নরসিংদীর সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান অভিযানটি পরিচালনা করেন। এ সময় মনোহরদীর স্যানিটারী ইন্সপেক্টর মো. শাহনেওয়াজ, মনোহরদী বাজার পরিচালনা কমিটির সেক্রেটারী সন্জন রায় উপস্থিত ছিলেন।

one pherma

জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষন অধিদফতরের পক্ষ থেকে মনোহরদী বাজারে সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে এক অভিযান পরিচালিত হয়। এতে বিভিন্ন অনিয়মের অভিযোগে বাজারের ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ইবাংলা /  নাঈম/ ১৬ জানুয়ারি, ২০২২

Contact Us