গোমস্তাপুরে অস্ত্রসহ একজন আটক

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে মো. খায়রুল ইসলাম (৩৭) নামে একজনকে অস্ত্রসহ আটক করেছে। এ ব্যাপারে গোমস্তাপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

Islami Bank

শুক্রবার (২১ জানুয়ারি) রাতে জেলার গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের পলাশবোনা গ্রামে ধৃত ব্যক্তির কাছ থেকে ২টি ওয়ান শুটারগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করে। ধৃত ব্যক্তি হচ্ছে জেলার গোমস্তাপুর উপজেলার দূর্গাপুর গ্রামের মৃত মাইনুল ইসলামের ছেলে।

one pherma

চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প র‌্যাব-৫ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক মেজর মোঃ সানরিয়া চৌধুরী’র নেতৃত্বে র‌্যাবের একটি দল শুক্রবার (২১ জানুয়ারি) গভীর রাতে গোমস্তাপুর উপজেলার পলাশবোনা গ্রামের জনৈক জিয়াউর রহমানের বাড়ীর সন্নিকটে বোয়ালিয়া-বড়গাছিগামী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ উক্ত ব্যক্তিকে আটক করে। এ ব্যাপারে গোমস্তাপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

ইবাংলা/ টিআর/ ২২ জানুয়ারি

Contact Us