অবশেষে বিয়ে করলেন রাজ-পরী!

বিনোদন প্রতিবেদক

গোপনে বিয়ের পর, সন্তান ধারণ। কিন্তু সামাজিকতা বলে তো একটা কথা আছে! দুই পরিবারের উপস্থিতিতে শুক্রবার (২১ জানুয়ারি) হলুদ অনুষ্ঠানের পর শনিবার (২২ জানুয়ারি) ফের ঘরোয়া আয়োজনেই বিয়ের আনুষ্ঠানিকতা সারলেন শরিফুল রাজ ও পরীমনি।

Islami Bank

ফুলে ও আলোয় ঘর সাজিয়েছেন দু’জন। সেজেছেন চিরায়ত বর কনের সাজেই। না, ঢালিউডের সবচেয়ে জনপ্রিয় নায়িকার বিয়ে এমন মধ্যবিত্ত কায়দায় অনেকেই হয়তো মেনে নিতে পারবেন না।

one pherma

তবু, রাজকীয় ঢংয়ে বিয়ের চেয়ে পরী যে গলায় পরে নিয়েছেন স্বয়ং রাজেরই মালা। সঙ্গে গর্ভে ধারণ করেছেন তার সন্তান। তাই এর চেয়ে বড় পাওয়া হয়তো কিছুই হতে পারে না। রাজ বলেছেন, কখনো ছেড়ে যাবেন না পরীকে এবার পেলেন তো কাঙ্ক্ষিতজনের দেখা? এ যেন চিরায়ত নববধুর কান্না। বিয়ের কাবিন ছিল মাত্র ১০১ টাকা!

ইবাংলা/ টিআর/ ২৩ জানুয়ারি

Contact Us