করোনায় মৃত্যু আরও ২০০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২০০ জনের মৃত্যু হয়েছে। একই সময় এ ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১১ হাজার ৫৭৯ জন। মঙ্গলবার (২০ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

Islami Bank

সোমবার (১৯ জুলাই) দেশে করোনায় আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৩১ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত এক দিনে আরটি–পিসিআর, জিন এক্সপার্ট ও র‍্যাপিড অ্যান্টিজেন মিলিয়ে ৬৩৯টি সক্রিয় ল্যাবে ৩৯ হাজার ৫১০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনাভাইরাস পজিটিভ আসে ১১ হাজার ৫৭৯ টি। সে হিসাবে আক্রান্ত শনাক্তের হার ২৯ দশমিক ৩১ শতাংশ। সোমবার (১৯ জুলাই) এ হার ছিল হয় ২৯ দশমিক ৫৯ শতাংশ।

এ সময়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে গত এক দিনে মারা গেছেন ৫১ জন। আর খুলনা বিভাগে ৫০, চট্টগ্রাম বিভাগে ৪৯, রাজশাহীতে ১২, বরিশালে ৭, সিলেটে ১১, রংপুরে ১২ ও ময়মনসিংহে ৮ জন মারা গেছেন।

এক দিনে করোনায় মৃত ২০০ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১৬৪, বেসরকারি হাসপাতালে ৩০ জন এবং বাসায় মারা গেছেন ৬ জন।

one pherma

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ব্যক্তিদের মধ্যে পুরুষ ১১১ আর নারী ৮৯ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, মৃত ২০০ জনের মধ্যে ৯১-১০০ বছর বয়সী ১ জন, ৮১-৯০ বছর বয়সী ৮ জন, ৭১-৮০ বছর বয়সী ৩৫ জন, ৬১-৭০ বছর বয়সী ৬২ জন, ৫১–৬০ বছর বয়সী ৪৮ জন, ৪১–৫০ বছর বয়সী ২৭ জন, ৩১–৪০ জন বছর বয়সী ১২ জন, ২১–৩০ বছর বয়সী ৬ জন এবং ১১–২০ বছর বয়সী ১ জন।

এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সেরে উঠেছেন ৯ হাজার ৯৯৭ জন রোগী। এ নিয়ে এখন পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন ৯ লাখ ৫১ হাজার ৩৪০ জন। যেখানে এখন পর্যন্ত করোনভাইরাস মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ১১ লাখ ২৮ হাজার ৮৮৯ জন। আর মৃত্যু হয়েছে ১৮ হাজার ৩২৪ জন কোভিড রোগীর।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম কোভিড আক্রান্ত শনাক্তের পর দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে নভেল করোনাভাইরাস। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্তের খবর জানানো হয় গত বছরের ৮ মার্চ। স্বাস্থ্য অধিদফতর প্রথম মৃত্যুর খবর জানায় ১৮ মার্চ।

ইবাংলা/আরআরসি/ ২০ জুলাই, ২০২১

Contact Us