নতুন রূপে ডকুমেন্ট ফিচার হোয়াটসঅ্যাপে

ইবাংলা তথ্যপ্রযুক্তি ডেস্ক

হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে কোনো ছবি অথবা ভিডিও পাঠালে তার গুণমান অনেকটা কমে যায়। তাই কোয়ালিটি বজায় রেখে ছবি ও ভিডিও শেয়ার করার জন্য অনেকেই টেলিগ্রামের মতো মেসেজিং অ্যাপ ব্যবহার করেন। যদিও য়াটসঅ্যাপে ছবি ডকুমেন্ট হিসেবে পাঠিয়েও এর গুণমান ঠিক রাখা সম্ভব। তবে এই উপায়ে ছবি অথবা ভিডিও পাঠালে চ্যাটে কোনো প্রিভিউ দেখা যায় না। শুধুমাত্র ফাইলের নাম দেখা যায়।

Islami Bank

ডব্লিউএবেটাইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, হোয়াটসঅ্যাপের সাম্প্রতিক ফিচারে এই সমস্যার সমাধান হতে চলেছে। হোয়াটসঅ্যাপের নতুন বেটা আপডেটে নতুন ফিচারে ডকুমেন্ট হিসাবে কোনো ছবি অথবা ভিডিও পাঠালেও চ্যাটে সেই ফাইলের প্রিভিউ দেখা যাবে।

এরই মধ্যে নতুন ফিচারের একটি স্ক্রিনশট প্রকাশ করা হয়েছে। নির্বাচিত কিছু টেটা টেস্টারের কাছে আপাতত এই ফিচার পাঠানো হচ্ছে। শিগগিরই সব গ্রাহকের ফোনে এই ফিচার পাঠিয়ে দিতে পারে হোয়াটসঅ্যাপ। তবে এরজন্য নির্দিষ্ট করে জানানো হয়নি কোন দিন এই ফিচার প্রকাশ হবে।

one pherma

হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডকুমেন্ট ফিচারে একসঙ্গে অনেক ছবি পাঠালে এতদিন কোনো প্রিভিউ না থাকার কারণে সমস্যার সম্মুখীন হতে হতো। এবার থেকে ডকুমেন্ট হিসাবে ছবি অথবা ভিডিও পাঠালে ফাইল নামের সঙ্গে ছবি অথবা ভিডিওর প্রিভিউ দেখা যাবে। মনে করা হচ্ছে শিগগিরই সব হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীকে এই ফিচার পাঠিয়ে দেবে মার্কিন মেসেজিং কোম্পানিটি।

ইবাংলা/এইচ/ ২৬ ফেব্রুয়ারি, ২০২২

Contact Us