‘নারী নিযার্তন প্রতিরোধে নারীদের এগিয়ে আসতে হবে’

আমিনুল ইসলাম, নাইক্ষ্যংছড়ি,

নাইক্ষ্যংছড়িতে যোগদান করেই নারী নিযার্তন প্রতিরোধে কাজ শুরু করলেন নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনর্চাজ (ওসি) টানটু সাহা। রোববার (১৩ মার্চ) সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে নারীদের প্রথম সভার আয়োজন করেন তিনি। যেখানে নারীর শিক্ষা,নারীর দক্ষতা,নারীর ক্ষমতায়ন ও নারীর উপর নিযার্তন প্রতিরোধে নানা কৌশল নিয়ে ব্যাপক আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন,নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন চেয়ারম্যান নুরুল আবছার ইমন।

Islami Bank

সভায় প্রধান অতিথি ছিলেন,অফিসার ইনর্চাজ (ওসি)টানটু সাহা। স্বাগত বক্তব্য রাখেন সদরের মহিলা মেম্বার রাশেদা বেগম। বিশেষ অতিথি ছিলেন,থানা’র ওসি(তদন্ত) শরীফ ইবনে আলম, সভার তত্বাবধায়ক নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের বিট ইনর্চাজ ও থানার নারী বিষয়ক কর্মকর্তা উপ-পরিদর্শক রাকিবুল হাসান,বিট সহকারী সহকারী উপ-পরির্দশক পীযুষ কান্তি দাশ,সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ,

one pherma

নাইক্ষ্যংছড়ি উপজেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক আবদুস সক্তার সদর ইউনিয়নের ইউপি সদস্য আরিফুল্লাহ ছুট্টু,নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল,সদস্য জয়নাল আবেদীন টুক্কু,সদস্য মো:ইউনুছ ও পরিষদের সকল ইউপি সদস্যরা প্রমূখ।

ইবাংলা/ টিপি/ ১৩ মার্চ, ২০২২

Contact Us