অভিযুক্ত ওয়াকিলকে ছাত্রলীগ থেকে অব্যাহতি

আরফান সাঈদ, কুবি প্রতিনিধি:

সাধারণ শিক্ষার্থীকে মেরে গুরুতর আহত করার ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওয়াকিল আহমেদকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নিকট বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।

Islami Bank

মঙ্গলবার (২২ ফ্রেব্রুয়ারি) কুবি শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ এবং সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়৷

one pherma

এর আগে, ‘তুমি’ বলে সম্বোধন করায় সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী আনিছুর রহমানকে মারধর করার অভিযোগ উঠে ওয়াকিলের বিরুদ্ধে। এরপরেই শাখা ছাত্রলীগ তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়।

ইবাংলা/ জেএন/ ২২ মার্চ, ২০২২

Contact Us