১৮৮ রোগী বিনামূল্যে বেডোর স্বাস্থ্যসেবা
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘিতে বেসরকারি উন্নয়ন সংস্থা বেডো এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর যৌথ উদ্যোগে মেডিসিন ও অর্থপেডিক্স বিষয়ক স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
বুধবার (২৩ মার্চ) দুপুরে উপজেলার ছাতিয়ানগ্রামের নিমাইদীঘি রেলগেট এলাকায় বেডোর সমৃদ্ধি কার্যালয় চত্বরে ক্যাম্পের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু।
এসময় উপস্থিত ছিলেন বেডোর মহাব্যবস্থাপক (কার্যক্রম) শেখ মোহাইমিনুল হক, ছাতিয়ানগ্রাম সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী এইচএম সাইফুল ইসলাম, ছাতিয়ানগ্রানগ্রাম প্রবীণ ইউনিয়ন কমিটির সভাপতি জালাল উদ্দীন শেখ ও ইউপি সদস্য আনোয়ার হোসেন জীবন প্রমূখ।
বিকেল ৪টা পর্যন্ত ১৮৮ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করেন ডাক্তার লায়েল হাসান ও ডাক্তার নিলয় কুমার প্রামানিক।
ইবাংলা/ জেএন/ ২৩ মার্চ, ২০২২