প্রধান শিক্ষিকার অপসারনে মানববন্ধন ও সমাবেশ

হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল প্রতিনিধি:

নড়াইল সদর উপজেলার বাসগ্রাম ইউনিয়নের বাসগ্রাম বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহিনারা পারভিনের অপসারনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

বুধবার (২৩ মার্চ) দুপুরের দিকে শিক্ষার্থীরা নড়াইল-কালিয়া সড়কে মানববন্ধন শেষে সমবেত হয়ে প্রধান শিক্ষিকার বিভিন্ন দুর্নীতি অনিয়ম তুলে ধরে বক্তব্য দেন। বক্তব্যে শিক্ষার্থীরা বলেন গত ১৭ই মার্চ জাতির পিতার জন্মদিন উপলক্ষ্যে তিনি স্কুলের সাধারন শিক্ষার্থীর নিকট থেকে চাঁদা তোলেন এবং বলেন সরকার কোন ফান্ড দেয় নি, কেক কাটতে হবে তাই চাঁদা দিতে হবে।

কেক কাটার সময় এক ছাত্র পার্টী স্প্রে করায় তাকে মারপিট করেন। এছাড়া এসএসসি পরীক্ষার্থীদের স্কুলে ভর্তি হওয়া এবং স্কুলের বেতন দেয়ার তাগিদ দেন। বিক্ষুদ্ধ এসএসসি শিক্ষার্থীরা জানান কোন স্কুলেই এ রকম অদ্ভুদ নিয়ম নেই। তারা জানান,প্রধান শিক্ষিকার র্নিদেশে কোন শিক্ষক তাদের এ্যাসাইনমেন্ট জমা নিচ্ছেন না।

এসব অভিযোগ তুলে ধরে সাধারন শিক্ষার্থীরা স্কুলের প্রধান শিক্ষিকা শাহিনারা পারভিনের অপসারন দাবী করেন। তবে এসব অভিযোগ অস্বিকার করে প্রধান শিক্ষিকা শাহিনারা পারভিন বলেন,সরকার নির্দেশিত নিয়মের বাইরে কোন টাকা স্কুলের শিক্ষার্থীদের নিকট হতে আদায় করা হয় না। আর যে সব অভিযোগ করা হয়েছে,তা ষড়যন্ত্রমুলক।

ইবাংলা/ জেএন/ ২৩ মার্চ, ২০২২

Contact Us