ইবিতে বঙ্গবন্ধুর স্মরণে কুইজ প্রতিযোগিতা

ইবি প্রতিনিধি-

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘বঙ্গবন্ধুকে জানো’ শীর্ষক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

Islami Bank

উত্তরণ ক্যারিয়ার স্কিলস একাডেমির সহযোগিতায় ইবি ক্যারিয়ার ক্লাবের আয়োজনে বুধবার বেলা সাড়ে ১১ টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এতে শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

অনুষ্ঠানে ক্লাবের সভাপতি আশিকুর রহমানের সভাপতিত্বে বিশ^বিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি সরকার মাসুম, উত্তরণ ক্যারিয়ার স্কিলস একাডেমির জুনিয়র এক্সিকিউটিভ আব্দুল মুকিত, ক্লাবের সাধারণ সম্পাদক ফারজানা ইসলাম মাহীসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

one pherma

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরোশি আঁখি। এ বিষয়ে সংগঠনটির সভাপতি আশিকুর রহমান বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে আমরা এই প্রতিযোগিতার আয়োজন করেছি। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে ২০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হবে।

ইবাংলা/ জেএন/ ২৩ মার্চ, ২০২২

Contact Us