শরীয়তপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে । জেলা প্রশাসন কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন। আইন শৃংখলাবাহীনি ও শিক্ষা প্রতিষ্ঠ ানের ছাত্র/ছাত্রীদের কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রর্দশনী।
শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান । মহিলাদেও অংশ গ্রহনে মুক্তিযোদ্ধ ও বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।
এ সময় উপস্থি ছিলেন শরীয়তপুর ০১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, জেলা প্রশাসক মোঃ পাভেজ হাসান , পুলিশ সুপার এস এম আশরাফুজাজামান ,শরীয়তপুর সদও উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তি যোদ্ধা আব্দুল আজিজ সিকদার , সাবেক ডেপুটি কমান্ডার আব্দুর রহমান খান (দুলু ) , আমরা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহ সভাপতি কে এম রায়হান কবীর (সোহেল), সাধারন সম্পাদক আল মামুন , যুগ্ন সাধারন সম্পাদক মোশারফ হোসেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংঘঠনের নেতৃবৃন্ধ।
অপরদিকে নড়িয়া বিহারী লাল উচ্চ বিদ্যালয় মাঠে পানি সম্পদ উপমন্ত্রী ও নড়িয়া –শখীপুর আসনের সংসদ সদস্য একে এম এনামুল হক শামীম স্বাধীনতা দিবসের এক আলোচনা সভায় বক্তব্য রাখেন।
ইবাংলা/ ই/ ২৬ মার্চ, ২০২২