সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে স্বাধীনতার স্বপ্ন

ইবাংলা ডেস্ক

দেশের অর্জিত মহান স্বাধীনতার স্বপ্ন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, এমনকি দেশের গণতন্ত্র এখন নির্বাসিত। এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Islami Bank

শনিবার (২৬ মার্চ) সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন, লাখো শহিদের আত্মত্যাগে এ দেশ স্বাধীন হয়েছে। ইতোমধ্যে স্বাধীনতার ৫০ বছর পার হয়েছে। এখন আমরা স্বাধীনতা দিবস, সুবর্ণ জয়ন্তী পালন করছি। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে, এ সময় বাংলাদেশ থেকে গণতন্ত্র নির্বাসিত হয়েছে।

বিএনপি মহাসচিব আরও বলেন, ৫০ বছর আগে স্বাধীনতা যুদ্ধের মধ্যে দিয়ে আমরা দেশকে স্বাধীন করেছিলাম। একইভাবে আমরা দেশের গণতন্ত্রকে মুক্ত করব, বেগম খালেদা জিয়াকে মুক্ত করব এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনব। এছাড়াও, এই দেশের মানুষকে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করব।

one pherma

এসময় মির্জা ফখরুল বলেন, স্বাধীনতা দিবসে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করে জনগণের সরকার প্রতিষ্ঠার শপথ নিয়েছে বিএনপি। স্বাধীনতার স্বপ্ন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, দেশে গণতন্ত্র নির্বাসিত বলেও মন্তব্য করেন তিনি।

মানুষের আশা আকাঙ্খা ধুলিসাৎ হয়েছে উল্লেখ করে প্রায় ৩৫ লাখ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে রাজনৈতিক মামলা রয়েছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।

ইবাংলা/ ই/ ২৬ মার্চ, ২০২২

Contact Us