ইমরান খান সংসদ ভেঙে দিতে বলেছেন

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের সংসদ ভেঙে দেওয়ার পরামর্শ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।

Islami Bank

রোববার (৩ এপ্রিল) জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি এই পরামর্শ দেন।

এর আগে দেশটির সংবিধানের পঞ্চম অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় ইমরানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব খারজি করে দেন দেশটির ডেপুটি স্পিকার কাসিম খান সুরি।

one pherma

এরপরই জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ইমরান খান বলেন, ডেপুটি স্পিকার শাসন পরিবর্তনের প্রচেষ্টা এবং বিদেশি ষড়যন্ত্রকে প্রত্যাখ্যান করেছেন। সৃষ্টিকর্তা পাকিস্তানের পক্ষে আছেন।

এ সময় তিনি দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভিকে সংসদ ভেঙে দেওয়ার পরামর্শ দিয়ে নতুন করে নির্বাচনের তারিখ ঘোষণা করতে বলেন।

ইবাংলা / জেএন /৩ এপ্রিল,২০২২

Contact Us