ঈশ্বরগঞ্জ ছাত্রকল্যাণ জবির সভাপতি তানভীর সম্পাদক শান্ত

রিসাত রহমান, জবি প্রতিনিধি

আগামী এক বছরের জন্য ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্র কল্যাণ সমিতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়। গত শনিবার, ১৬ এপ্রিল ২০২০ তারিখে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

Islami Bank

নবগঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পান বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের তানভির হাসান অনিক এবং সাধারণ সম্পাদক হিসেবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের হাসিবুল হোসেন শান্ত দায়িত্ব দেওয়া হয়।

এসময় সমিতির উপদেষ্টা মন্ডলী এবং সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়।

one pherma

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সহ সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাব্বির আহম্মেদ শিশির, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে বিনয় চন্দ্র দেবনাথ,সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন,সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন,দপ্তর সম্পাদক রেজাউল করিম এবং প্রচার সম্পাদক তাসমিয়া জামান প্রভা।

নবনিযুক্ত সভাপতি তানভীর হাসান উপদেষ্টামন্ডলীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ঈশ্বরগঞ্জ থেকে আগত শিক্ষার্থীদের জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাব।

ইবাংলা/ টিএইচকে/ ১৭ এপ্রিল, ২০২২

Contact Us