বাবা হলেন চিত্রনায়ক সিয়াম

ডেস্ক রিপোর্ট

বাবা হয়েছেন সময়ের জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ। রাজধানীর একটি বেসকারি হাসপাতলে স্ত্রী শাম্মা রুশাফি অবন্তী আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে পুত্রসন্তান জন্ম দিয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছে সিয়াম আহমেদের পারিবারিক সূত্র এবং চিত্রনায়ক সিয়ামও বিষয়টি নিশ্চিত করে বলেন, হ্যাঁ বাবা হয়েছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।

Islami Bank

দীর্ঘদিনের ভালোবাসাকে পূর্ণতা দিতে ২০১৮ সালে বিয়ে করেন তারা। এই দম্পতির কেমিস্ট্রি সকলের নজর কেড়েছে। প্রিয় মানুষটির সঙ্গে কাটানো সুখের মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে শেয়ার করেন এই নায়ক।

এর আগে গত বছরের ২৫ ডিসেম্বর ফেসবুকে সুখবরটি জানিয়েছিলেন তিনি। তখন ক্যাপশনে সিয়াম লেখেন, ‘দশটি ছোট হাতের আঙুল, দশটি ছোট পায়ের আঙুল, ভালোবাসা ও আশীর্বাদের সঙ্গে আমাদের পরিবার বড় হয়।

one pherma

এই মূল্যবান আত্মা, খুব মিষ্টি আর নতুন, এই ছোট্ট জীবন, একটি স্বপ্ন বাস্তব হচ্ছে। আলহামদুলিল্লাহ্‌’। সেই পোস্টে নেটাগরিকরা এই দম্পতিকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিচ্ছেন।

ইবাংলা/এসআর /২৬ এপ্রিল, ২০২২

Contact Us