সর্বোচ্চ ও সর্বনিম্ন ভাড়া নির্ধারণ হচ্ছে মেট্রোরেলের

ডেস্ক রিপোর্ট

নগরবাসীকে যানজট থেকে মুক্তি দিতে দ্রুতগতিতে এগিয়ে চলছে মেট্রোরেল নির্মাণ প্রকল্প। এ প্রকল্পের উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত ১১ দশমিক ৭৩ কিলোমিটার অংশের কাজ প্রায় শেষ। চলতি বছরের ডিসেম্বর মাসে এ অংশে মেট্রোরেল চলাচল উদ্বোধন করা হবে। এ জন্য প্রাথমিক ভাড়া ঠিক করেছে ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)।

Islami Bank

জানা গেছে, স্টেইনলেস স্টিল বডির ট্রেনগুলোতে থাকবে লম্বালম্বি শিট। প্রতিটি ট্রেনে থাকবে দুটি হুইল চেয়ারের ব্যবস্থা। শীততাপ নিয়ন্ত্রিত প্রতিটি বগির দুই পাশে থাকবে চারটি করে দরজা। জাপানি স্ট্যান্ডার্ডের নিরাপত্তা ব্যবস্থাযুক্ত প্রতিটি ট্রেনের যাত্রী ধারণক্ষমতা হবে এক হাজার ৭৩৮ জন। ভাড়া পরিশোধের জন্য থাকবে স্মার্ট কার্ড টিকিটিং ব্যবস্থা। মেট্রোরেলে ২৪টি ট্রেন প্রতি ঘণ্টায় আপ ও ডাউন রুটে ৬০ হাজার যাত্রী আনা-নেওয়া করতে পারবে।

ডিটিসিএ’র সিদ্ধান্ত অনুযায়ী, সর্বনিম্ন ভাড়া ২০ টাকা সর্বোচ্চ ভাড়া ৯০ টাকা। তবে ডিটিসিএ’র এ ভাড়ার হার চূড়ান্ত নয়। সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তার নেতৃত্বাধীন কমিটির ভাড়ার প্রস্তাব সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে জমা দেবে। এরপর এ ভাড়া চূড়ান্ত অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হবে। প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী ভাড়া ঠিক হবে।

one pherma

এ বিষয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) নীলিমা আখতার বলেন, মেট্রোরেলে চড়লেই সর্বনিম্ন ২০ টাকা এবং সর্বোচ্চ ৯০ টাকা ভাড়া প্রস্তাব করা হয়েছে। এটা এসি বাসের তুলনায় অনেক কম। প্রধানমন্ত্রীর কাছে এ ভাড়া প্রস্তাব করা হবে। তিনি চূড়ান্ত অনুমোদন দিলে এটা কার্যকর হবে।

ইবাংলা/এসআর/ ২৮এপ্রিল,২০২২

Contact Us