বিশ্বজুড়েই বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের জোয়ার উঠেছে। জাগুয়ারসহ বিশ্বের বড় বড় গাড়ি প্রস্তুতকারক কোম্পানি এরই মধ্যে বিদ্যুচ্চালিত গাড়ি বাজারে আনার ঘোষণা দিয়েছে। পিছিয়ে নেই ই-কারের জগতের আরেক নাম ওলা। আগামী দু’বছরের মধ্যে ভারতীয় বাজারে অটোনমাস গাড়ি বাজারে আনার কথা ঘোষণা করল তারা।
ওলার কর্ণধার ভাবিশ আগরওয়াল জানিয়েছেন, তারা এরই মধ্যে একটি স্বয়ংক্রিয় গাড়ির টেস্টিং শুরু করেছেন। যেটি দু’বছরের মধ্যে আন্তর্জাতিক বাজারে লঞ্চ করা হবে। আসন্ন গাড়িটির দাম ১০ লাখ টাকার কাছাকাছি রাখা হবে, যাতে সাধারণ মানুষের কেনার উপযোগী হয় এটি।
কিছুদিন আগে সংস্থার তামিলনাড়ুর পোচামপল্লীর ৫০০ একরের ইলেকট্রিক টু-হুইলার তৈরির কারখানায় একটি স্বয়ংচালিত পণ্যবাহী গাড়ির প্রদর্শন করা হয়েছিল। যাতে রয়েছে LiDAR প্রযুক্তি অর্থাৎ লাইট ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং টেকনোলজি।
এসব গাড়ি হাসপাতাল, শপিং মল, অফিস এবং পাবলিক প্লেসে ব্যবহারের জন্য বিদেশের বাজারে রপ্তানি করা হবে। আবার এই বছরের শেষের দিকে একটি কম দামের ইলেকট্রিক স্কুটার বাজারে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।