সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে শোক

ইবাংলা ডেস্ক

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। তিনি ছিলেন বাংলাদেশের আমলা ও রাজনীতিবিদদের অন্যতম মেন্টর। আমি মহান আল্লাহ’র কাছে মোনাজাত করি, আল্লাহতায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করুন।

মরহুম এম এ মুহিত ছিলেন একজন ভাষা সৈনিক। একজন দক্ষ আমলা। একজন দক্ষ কুটনীতিবিদ। একজন দক্ষ রাজনীতিবিদ। একজন বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সংগঠক। একজন সুলেখক। সর্বোপরি, দেশের দীর্ঘকাল দায়িত্বপালনকারী অর্থমন্ত্রী হিসেবে একজন যোগ্য ও সফল অর্থমন্ত্রী।

তাঁর হাত ধরেই দেশের মাথাপিছু আয় ১০০০ ডলারের মাইলফলক অতিক্রম করে ২০০০ ডলারে পৌঁছায়। তিনি অত্যন্ত দৃঢ়তা ও সফলতার সঙ্গে দায়িত্বপালন করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উন্নয়নের রাজনীতি তথা বাংলাদেশের অর্থনৈতিক পুর্নগঠনে নতুন দিগন্তের সূচনা করেন।

মরহুম এম এ মুহিত একজন বর্নাঢ্য কর্মজীবনের অধিকারী মানুষ ছিলেন। তাঁর বহুমাত্রিক কর্মজীবন দেশের ইতিহাসের এক সোনালী অধ্যায়। তিনি ছিলেন অফুরন্ত প্রাণশক্তির অধিকারী এক প্রাণবন্ত মানুষ। সদা হাস্যোজ্জল, কর্মযোগী ও জ্ঞানী মানুষ। তাঁর কথা বলার স্পষ্টতা, সরলতা ও সাহসিকতা সর্বমহলে প্রশংসিত ছিলো।

তিনি ছিলেন দেশের কৃতি সন্তান। মরহুম মুহিত ছিলেন ভিন্ন ধারার রাজনীতিবিদ। তিনি কল্যাণের রাজনীতির জন্য ভিন্নমত পোষণ করতেন এবং নির্দ্ধিধায় তা প্রকাশ করতেন। তিনি সোজাসাফটা কথা বলতেন। তিনি ছিলেন বড় মাপের মানুষ। একজন ভালো মানুষ। তাঁর মৃত্যুতে বাংলাদেশ একজন দেশসেরা রত্নকে হারালো।

জাতীয় এক নেতাকে হারালো। মরহুম এম এ মুহিতকে আমি যতটুকু দেখেছি এবং চিনেছি। তিনি আপদমস্তক দেশপ্রেমিক ও সাদা মনের মানুষ ছিলেন। তিনি সারাজীবন দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন। তাঁর মৃত্যু দেশ, দেশের ইতিবাচক রাজনীতিবিদদের জন্য এক অপূরনীয় ক্ষতি।

ইবাংলা / এসআর / ৩০এপ্রিল,২০২২

Contact Us