তেলের দাম বাড়িয়ে সিন্ডিকেটকারীদের পুরস্কৃত

ডেস্ক রিপোর্ট

সয়াবিন তেলের দাম বাড়িয়ে সিন্ডিকেট কারীদের পুরস্কৃত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ।শুক্রবার (৬ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

Islami Bank

বিবৃতিতে মহিউদ্দিন আহমেদ বলেন, ঈদের আগে সয়াবিন তেল সরবরাহ না করে জনগণের সঙ্গে প্রতারণা করল আমদানি ও উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো।

one pherma

এবার বাণিজ্য মন্ত্রণালয় নতুন করে মূল্যনির্ধারণ অর্থাৎ দাম বাড়িয়ে দিয়ে সিন্ডিকেট কারীদের পুরস্কৃত করেছে। সরকার জনগণকে স্বস্তি দিতে যেখানে আমদানি ও উৎপাদন পর্যায়ে শুল্ক প্রত্যাহার করল সেই সুবিধা জনগণ পেল না।বর্তমানে প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৮০ টাকা, বোতলজাত সয়াবিন ১৯৮ টাকা ও পাম সুপার ১৭২ টাকায় বিক্রি হচ্ছে।

ইবাংলা/ এসআর / ০৬ মে, ২০২২

Contact Us