প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন কুসিক মেয়র

ডেস্ক রিপোর্ট

কুমিল্লা সিটি করপোরেশনে নির্বাচনে (কুসিক) মেয়র পদে জয়ী আওয়ামী লীগের আরফানুল হক রিফাত দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেষ হাসিনার সঙ্গে দেখা করবেন। বৃহস্পতিবার (১৬ জুন) বেলা ১১টার দিকে রিফাত এই তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।

Islami Bank

আগামীকাল শুক্রবার তিনি ঢাকায় এসে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তার সঙ্গে দেখা করবেন।রিফাতকে নৌকার মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে তার সঙ্গে দেখা করবেন রিফাত।

এদিকে, রিফাত কুমিল্লার উন্নয়নে পরাজিত মেয়রপ্রার্থী মনিরুল হক সাক্কুর সহায়তা চান। আর সবাইকে নিয়ে আধুনিক কুমিল্লা নগরী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

one pherma

উল্লেখ্য, কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে বুধবার (১৫ জুন) মেয়র পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী আরফানুল হক রিফাত বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ১০১টি কেন্দ্রে তিনি ৫০ হাজার ৩১০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টেবিল ঘড়ি প্রতীকের মনিরুল হক সাক্কু পেয়েছেন ৪৯ হাজার ৯৬৭ ভোট।

ইবাংলা /জেএন /১৬ জুন,২০২২

Contact Us