লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম বলেছেন, সবাই মিলে দুর্নীতি দূর করার চেষ্টা করতে হবে। আপনি যদি ভালো ও সৎ থাকেন, দেশটাও ভালো থাকবে।
বুধবার (১৫ জুন) সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের অর্ধশত প্যানেল আইনজীবী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান।
জাহাঙ্গীর হোসেন বলেন, এখন আদালতে ৩৫ লাখ মামলা আছে। এটা যেন আবার ৭০ লাখে না পৌঁছায় সেদিকে দৃষ্টি দিতে হবে। এ জন্য আইনজীবীদের সহযোগিতা দরকার।
তিনি বলেন, লিগ্যাল এইডের মামলাগুলোতে বিচারপ্রার্থী জনগণকে কীভাবে দ্রুত প্রতিকার পাইয়ে দেওয়া যায়, সেই চেষ্টা থাকতে হবে। কারণ, এই লিগ্যাল এইড নেওয়ার জন্য যারা আসেন তারা দুস্থ। তাদের দিকটা আগে দেখতে হবে। চেষ্টা করতে হবে ন্যায়বিচার পাইয়ে দিতে।
সভায় প্যানেল আইনজীবীরা লিগ্যাল এইডের মামলা পরিচালনার ক্ষেত্রে কি কি সমস্যার মুখোমুখি হচ্ছেন সেগুলো তুলে ধরেন।
এ সময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক আব্দুন নূর দুলাল, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কর্মকর্তা অতিরিক্ত জেলা জজ ফারাহ মামুন, কো- অর্ডিনেটর রিপন পোল স্কু ছাড়াও আইনজীবীদের মধ্যে এবিএম সিদ্দিকুর রহমান খান, ওমর ফারুক, রিমি নাহরীন, রেজাউল ইসলাম, মনিরুজ্জামান রুবেল, কুমার দেবুল দে, বদরুন নাহার, প্রজ্ঞা পারমিতা প্রমুখ তাদের মতামত সভায় তুলে ধরেন।
এ ছাড়া সাংবাদিকদের মধ্যে রিপোর্টার দিদারুল আলম, ‘ল’ রিপোর্টার্স ফোরামের যুগ্ম সম্পাদক জ্যেষ্ঠ রিপোর্টার ফজলুল হক মৃধা, সংগঠনের সাংগঠনিক সম্পাদক সিনিয়র রিপোর্টার আরাফাত মুন্না তাদের মতামত সভায় তুলে ধরেন।
ইবাংলা /জেএন /১৬ জুন,২০২২