পারিবারিক অশান্তির কারণে স্বামী সালাউদ্দিন সানাকে তালাক দিয়ে বাপের বাড়ি চলে আসেন শিল্পি। এ ঘটনায় শশুর আজগর আলীর উপর ক্ষিপ্ত হন সানা। প্রতিশোধ নিতে রাতের আধারে শুশুরকে কুপিয়ে গুরুতর রক্তাক্ত করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। এ ঘটনায় সালাউদ্দিন সানাকে গ্রেফতার করেছে সিআইডি।
বুধবার (২৯ জুন) বেলা ১২ টায় মালিবাগে সিআইডির হেডকোয়ার্টারে এক সংবাদ সম্মেলনে সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর এসব তথ্য জানান।
তিনি বলেন, গত ২২ রাতে সাতক্ষীরা দেবহাটা থানার মাটিকুমড়ায় নিজ ঘরের বারান্দায় ঘুমন্ত অবস্থায় সাবেক শ্বশুর আজগর আলীকে (৫৫) ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে রক্তাক্ত করে মেয়ের জামায়। মুমুর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।
সেখানে নিয়ে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করে। এ মামলার মূল আসামী সালাউদ্দিন সানাকে গ্রেফতার করে সিআইডি। আসামির প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে।
তিনি জানান, আজগর আলী তার আপন খালু এবং দ্বিতীয় শ্বশুর। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর খালাতো বোন শিল্পী পারভীনকে (২২) ২০১৮ সালে বিয়ে করে।
মুক্তা ধর বলেন, বিয়ের পর হতেই যৌতুকের দাবিতে সে স্ত্রীকে প্রায়শই শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল। গত ৮ জুন রাতে যৌতুকের দাবিতে মারপিট করার সংবাদ পেয়ে বাবা আজগর আলী মেয়ের শ্বশুর বাড়ি যেয়ে তাদের কাছে বিস্তারিত ঘটনা জানতে চায়। এ সময় ১ লক্ষ টাকা যৌতুক দাবি করেন। রাতেই নগদ টাকা দিতে হবে, না দিলে তার মেয়ে শিল্পী পারভীনের সাথে ঘর সংসার করবে না মর্মে হুমকি দেয় সালাউদ্দিন সানা।
তিনি বলেন, স্থানীয় কাজীর মাধ্যমে শিল্পী পারভীনকে ডিভোর্স করে নিজ বাড়িতে নিয়ে যান আজগর আলী। এ ঘটনায় আজগর আলীর উপর কঠিন প্রতিশোধ নেওয়ার জন্য পরিকল্পনা করতে থাকে। পরিকল্পনা বাস্তবায়নের জন্য দুই বন্ধুর সাথে পরামর্শ করে দিন তারিখ চুড়ান্ত করে শশুরের উপর হামলা করে।
ইবাংলা / জেএন / ২৯ জুন,২০২২