আজ গুচ্ছভুক্ত সামন্বিত ২২ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে আজ শুরু হিয় বিজ্ঞান বিভাগের পরীক্ষা। ১২টা থেকে ১টা পর্যন্ত চলবে এ ই পরীক্ষা।
আরও পড়ুন…পিএসসির শর্ত ভঙ্গ ও ট্রাইব্যুনালের আদেশ অমান্য করে পদোন্নতি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে প্রশাসন থেকে আগে থেকে বলা হলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয় মূল গেটে অনিয়ন্ত্রিত ট্রাফিকের কারনে জবি ক্যাম্পাস কেন্দ্রে ঢুকতে চরম ভোগান্তির শিকার হতে হয় পরীক্ষার্থীদের।
সরেজমিনে দেখা গেছে রিকশা, ভ্যান বাহাদুরশাহ পরিবহনের চাপে অতিষ্ঠ ছিল পরীক্ষার্থীরা এতে পরীক্ষার্থী সহ আগত অবিভাবকরা অসন্তুষ্টি প্রকাশ করেন।
এক পরীক্ষার্থীর অঅবিভাবকের বলেন বিশ্ববিদ্যালয়ের উচিত ছিল পরীক্ষার্থীরা না ঢুকা পর্যন্ত মেইন গেট টা ক্লিয়ার রাখা এতে শিক্ষার্থীদের ঠান্ডা মাথায় হলে ঢুকতে পারতো।
আরও পড়ুন…উপজেলায় ৪৯২ কর্মকর্তার নতুন পদ প্রস্তাব বাতিল
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রক্টর আগে নিশ্চিত করেছিলেন ট্রাফিক নিয়ন্ত্রনে কাজ করবে ডিএমপি কিন্তু সেটা পরীক্ষা কেন্দ্রের মেইন গেটে বাস্তবায়ন হয়নি।
ইবাংলা/জেএন/৩০ জুলাই,২০২২