উপজেলার ৪৯২ কর্মকর্তার নতুন পদ বাতিল!

ইবাংলা ডেস্ক

সহকারী উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার ৪৯২টি নতুন পদ তৈরির প্রস্তাব বাতিল হয়ে গেছে অর্থ বিভাগ রাজি না হওয়ার কারনে।করোনাকালে সরকারের ব্যয় সংকোচন নীতির কারণে এ প্রস্তাবটি বাতিল করা হয়েছে- সংশ্লিষ্ট মন্ত্রনালয় সূত্রে খবর। একাই এ–সংক্রান্ত দায়িত্ব সামলাতে হবে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তাকে এবং ৪৯২টি পদ বাদ দিয়ে নতুন জনবল কাঠামো তৈরি করছে মন্ত্রণালয়।

রাজস্ব বাজেটে স্থানান্তরিত যেসব পদ বিদ্যমান নিয়োগ বিধিতে নেই, সে পদগুলো নিয়োগ বিধিতে অন্তর্ভুক্ত করার বিষয়ে একটি কমিটি কাজ করছে জানিয়েছে মহিলাবিষয়ক অধিদপ্তর ।

আরও পড়ুন…প্রাণঘাতি তামাক পণ্যের ব্যবহার বন্ধে ঐক্যবদ্ধের আহবান

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. ইকবাল হোসেন তিন সদস্যের ওই কমিটির প্রধান। সহকারী উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার পদসহ প্রস্তাবিত নিয়োগ বিধি ও জনবল কাঠামো তৈরি করে এই কমিটি ৯টি সভা করে বলে জানা গেছে।

অন্তর্ভুক্ত করা হয় মোট ৪ হাজার ৮৮ জনের জনবল । এর মধ্যে মোট ২২টি প্রকল্প ও ২টি কর্মসূচির ১ হাজার ৯৯৪টি এবং রাজস্ব বাজেটের ২ হাজার ৯৪টি পদ। সংশ্লিষ্ট ব্যাপারে জানতে চাইলে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. ইকবাল হোসেন বলেন, সহকারী উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার পদগুলো বাদ দিয়ে ৩ হাজার ৫৯৬টি পদের জনবল কাঠামো তৈরি করা হচ্ছে এর কারন অর্থ বিভাগ রাজি হয়নি।

আরও পড়ুন…সোনালী আঁশের দিন কি আবার ফিরে আসছে

যুগ্ম সচিব মো. ইকবাল হোসেন বলেন, যেকোনো পদের সঙ্গে দ্বিতীয় ব্যক্তি অর্থাৎ সহকারী পদ থাকে। কিন্তু একাই এ দায়িত্ব সামলাতে হয় উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তাকে । এই কারণেই প্রয়োজনীয়তা রয়েছে সহকারী উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা পদের।

মহিলাবিষয়ক অধিদপ্তরের কিছু কর্মকর্তার কাছ থেকে জানা যায়, ২০১৮ সালে সহকারী মহিলাবিষয়ক কর্মকর্তার ৪৯২টি পদ তৈরির প্রস্তাব করে মহিলাবিষয়ক অধিদপ্তর ।

আরও পড়ুন…অটোরিকশার তিন যাত্রী ট্রাকের ধাক্কায় নিহত

২০১৮ সালের ১৪ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় নতুন পদগুলোর বিষয়ে রাজি হয়, কিন্তু অর্থ বিভাগ আপত্তি জানিয়েছিল। তবে এবারের আপত্তির প্রেক্ষাপট ছিলো ভিন্ন। করোনাকালের আর্থিক বিষয়টি মাথায় রেখে আপত্তি জানায় অর্থ বিভাগ। কিন্তু কাগজে-কলমে উল্লেখ ছিলো না বিঝয়টি।

২০২১ সালের ১৫ নভেম্বর সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের পদগুলোর বিষয়ে আবার প্রস্তাব পাঠানো হয়। ১৩ ডিসেম্বর এ নিয়ে আপত্তি জানায় অর্থ বিভাগ। অর্থ মন্ত্রণালয়ে আর চিঠি না পাঠিয়ে চলতি বছরের ১৩ এপ্রিল মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার এ বিষয়ে ৪৯২ টি পদ বাদ দিয়ে জনবল কাঠামো তৈরি করতে বলেন।

আরও পড়ুন…ট্রেনের ধাক্কায় নিহত ১১ জনের মধ্যে ৫ জনের জানাজা সম্পন্ন

সবমিলিয়ে দেশে এখন উপজেলার সংখ্যা ৪৯৪ । এর মধ্যে মহিলাবিষয়ক কর্মকর্তা রয়েছেন ৪৩০টি উপজেলায় । ৬৪টি সদর উপজেলায় কর্মসূচি কর্মকর্তা (প্রোগ্রাম অফিসার) দায়িত্ব পালন করেন । ২০১৮ সালে ১০ম থেকে ৯ম গ্রেডে উন্নীত হয় এই পদগুলো ।কর্মসূচির কর্মকর্তারা জেলা মহিলাবিষয়ক কর্মকর্তাদের দাপ্তরিক কাজে সহায়তা করেন।

মহিলাবিষয়ক অধিদপ্তরের ওয়েবসাইটে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার জন্য ২৬টি এবং কর্মসূচি কর্মকর্তার জন্য ৯টি দায়দায়িত্ব উল্লেখ করা হয়েছে ‘কর্মকর্তাদের দায়দায়িত্ব’ শিরোনামের নির্দেশনায় ।উপজেলার রাজস্ব বা অস্থায়ী ও উন্নয়ন প্রকল্পগুলোর বছরের কর্মপরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন, ভিজিডি, ‘বিধবা ও স্বামী পরিত্যক্ত’ দুস্থ নারীদের তালিকা তৈরি ও হালনাগাদ করা, ভাতা বিতরণ কার্যক্রম নিয়ে

আরও পড়ুন…লোডশেডিং ও রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধ

জেলা কার্যালয়ের মাধ্যমে সদর দপ্তরে প্রতিবেদন পাঠানো, দরিদ্র নারীদের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা, উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সদস্যসচিব এবং জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন, অভিযোগ নেওয়া, পরামর্শ দেওয়া ও মীমাংসা করা, সরকারের বিভিন্ন পুনর্বাসন কার্যক্রমে নারীদের অগ্রাধিকার দেওয়ার ব্যবস্থা করা ইত্যাদি উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার দায়িত্বের মধ্যে রয়েছে।

সাধারণত একজন অফিস সহকারী ও একজন অফিস সহায়ক থাকেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ে কর্মকর্তার সঙ্গে । তবে বলা বাহুল্য ১২৫টির মতো পুরোনো উপজেলায় একজন প্রশিক্ষকও রয়েছেন। মোট সাতটি উপজেলা রয়েছে সাতক্ষীরা জেলায় ।

আরও পড়ুন… ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে বৃষ্টি হতে পারে

সাতক্ষীরার আশাশুনি উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মো. সাইদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি ই বাংলা কে বলেন, দায়িত্ব পালনে আরও সুবিধা হতো যদি সহকারী উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা থাকত। মাঝে মাঝে দেখা যায়, দুটি সভা থাকে একই দিনে । যেকোনো একটিতে যোগ দিতে হয় এবং তাঁর দায়িত্ব পালনে কেউ থাকেন না যদি তিনি ছুটি নেন ।

 

ইবাংলা /অ আর/৩০ জুলাই ২০২২

Contact Us