সাংবাদিকতায় আন্তর্জাতিক পুরস্কার পেলেন কুবি শিক্ষার্থী জাহিদুল ইসলাম

কুবি প্রতিনিধি

  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার পাশাপাশি তিনি ইংরেজি দৈনিক বাংলাদেশ পোস্টে কুবি প্রতিনিধি হিসেবে কাজ করতেন। বর্তমানে তিনি ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে কর্মরত আছেন।

জলবায়ু বিষয়ক প্রতিবেদনের জন্য বিশ্বের পাঁচটি অঞ্চলের পাঁচ তরুণ সাংবাদিককে এই পুরস্কার দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের অধীনে জলবায়ু বিষয়ক সংস্থাটি।

  • বাকি চার অঞ্চলের মধ্যে পশ্চিম আফ্রিকা অঞ্চলের দেশ বেনিন থেকে পুরস্কারটি পেয়েছেন বার্নিস দোসোউ, দক্ষিণ আফ্রিকা অঞ্চলের দেশ মাদাগাস্কার থেকে মেন্ড্রিকা রানদিমবিসন, পূর্ব/মধ্য আফ্রিকা অঞ্চল থেকে তানজানিয়ার সাংবাদিক ইমানি নাসামিলা এবং বিশেষ জুরি অ্যাওয়ার্ড পেয়েছেন অ্যাঙ্গোলার সাংবাদিক ইসরায়েল ক্যাম্পোস।

জানা যায়, চলতি বছরের ১০ আগস্ট দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকায় প্রকাশিত হয় মো. জাহিদুল ইসলামের লেখা ‘Dhaka landfills in disarray’ শিরোনামে একটি প্রতিবেদন। এই প্রতিবেদনের জন্য ইউরোপীয় ইউনিয়নের অধীনে জলবায়ু বিষয়ক সংস্থা গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ অ্যালায়েন্স প্লাস (জিসিসিএ প্লাস) এর পক্ষ থেকে EU GCCA+ Youth Awards for the best climate storytelling ক্যাটাগরিতে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে সেরা মনোনিত হন মো. জাহিদুল ইসলাম। যা তাকে এনে দিয়েছে সম্মানজনক এই আন্তর্জাতিক স্বীকৃতি। সংস্থাটি তাদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলেছে, বিশ্বজুড়ে তরুণ সাংবাদিক, লেখক ও আলোকচিত্রীদের জলবায়ু বিষয়ক শক্তিশালী গল্প বলতে সহায়তা করে এই পুরস্কার।

এই পুরস্কার প্রাপ্তিতে আনন্দের অনুভূতি ব্যক্ত করে জাহিদুল ইসলাম বলেন, কাজ মানুষকে অনেক দূর নিয়ে যায়। আমি আমার জায়গা থেকে ভালো কাজ করতে চেষ্টা  করছি। আমার এই অর্জন আমাকে সামনে আরো ভালো  কাজ করতে অনুপ্রাণিত করবে। আমার শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা আমাকে এত দূর নিয়ে এসেছে বলে আমি বিশ্বাস করি। সবার কাছে আমার জন্য দোয়া চাই যেনো দেশের জন্য ভালো কিছু করতে পারি।

ইবাংলা/ এইচ /০৫ নভেমবর, ২০২১

Contact Us