ভার্চুয়াল জগত ছাড়তে চাইছেন সামান্থা!

বিনোদন ডেস্ক

বিচ্ছেদ সবসময়ই দুঃখের। কিন্তু কখনও কখনও পরিস্থিতিই বাধ্য করে বিচ্ছেদের। অনেক সময় এমন সিদ্ধান্ত নিতে হয়। যেমনটা নিয়েছেন দক্ষিণী তারকা জুটি সামান্থা আক্কিনেনি এবং নাগা চৈতন্য। ছাড়াছাড়ির কথা তারা নিজেরাই প্রকাশ্যে এনেছিলেন।

Islami Bank

অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে ডিভোর্সের পর থেকে নানা কারণে খবরে এই অভিনেত্রী। বিচ্ছেদ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা সমালোচনাও সহ্য করতে হয় সামান্থাকে। সেই জেরে এবার মাইক্রোব্লগিং সাইট টুইটার ছাড়তে চাইছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রী। বিষয়টি নিয়ে তিনি এর আগেও কথা বলেছেন।

তবে বর্তমানে পরিস্থিতি বাড়াবাড়ির পর্যায়ে চলে যাচ্ছে বলে মনে করছেন তিনি। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে ছাড়াও কথাও ভাবছেন তিনি। সামান্থার অভিযোগ, ডিভোর্সের পর তার ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা কথা ছড়ানো হচ্ছে বলে।

one pherma

কিছুদিন আগে এক ইউটিউবারের বিরুদ্ধে আদালতে মামলাও করেন এই অভিনেত্রী। সবকিছু মিলিয়ে তিনি আপাতত টুইটার ছাড়তে চাইছেন। ঘনিষ্ঠজনদের নাকি ইতোমধ্যে এ বিষয়ে জানিয়ে দিয়েছেন তিনি।

২০১০ সালে তেলেগু ভাষার ‘ইয়ে মায়া চেসাভ’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন নাগা চৈতন্য ও সামান্থা। সিনেমার সেটেই তাদের প্রথম পরিচয়। তারপরই প্রেমের সম্পর্কে জড়ান তারা। এরপর লুকিয়ে দীর্ঘদিন প্রেম করেন এই জুটি। ২০১৭ সালের ৬ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। গত ২ অক্টোবর আনুষ্ঠানিকভাবে ডিভোর্সের ঘোষণা দেন নাগা-সামান্থা।

ইবাংলা/এএমখান/০৬ নভেম্বর, ২০২১

Contact Us