গায়িকা মার্লিয়া বিমান দুর্ঘটনায় নিহত

বিনোদন ডেস্ক

ব্রাজিলের জনপ্রিয় গায়িকা মার্লিয়া মেনডোকা (২৬) বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন।সে দেশের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এ ছাড়া ওই বিমান দুর্ঘটনায় তার চাচা, তার প্রযোজক এবং দুই ক্রু সদস্যও নিহত হয়েছেন। মিনাস জেরাইস রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে বিমান দুর্ঘটনায় তারা নিহত হন।

ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলের মিনাস গেরাইস প্রদেশের গ্রামাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। ব্যর্থ সম্পর্কের বিষয়ে নারীদের অভিজ্ঞতার ওপর ফোকাস করার জন্য মার্লিয়া মেনডোকা জনপ্রিয় হয়েছিলেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, স্থানীয় সময় শুক্রবার (৫ অক্টোবর) কনসার্টে যাওয়ার সময় ওই দুর্ঘটনায় তিনি নিহত হন। মৃত্যুকালে গায়িকা মেনডোকা এক বছরের পুত্রসন্তান রেখে গেছেন।

এক সংবাদ সম্মেলনে স্থানীয় পুলিশ প্রধান ইভান লুপস সেলস এক সংবাদ সম্মেলনে বলেন, একনই দুর্ঘটনার কারণ বলা যাচ্ছে না। তবে বিমানের ধ্বংসাবশেষ দেখে মনে হচ্ছে, এতে কিছু একটা আঘাত হেনেছে বলে মনে হচ্ছে।

ইবাংলা/এএমখান/০৬ নভেম্বর, ২০২১

Contact Us