ওয়াই-ফাই সিগন্যাল ভালো আসবে যেভাবে

ইবাংলা ডেস্ক

ইন্টারনেটের সংযোগ নেওয়ার সময় আমরা বেশিরভাগ সময় ইন্টারনেটের লাইন যে দিক দিয়ে এসেছে সেদিকে কোথাও রাউটার স্থাপন করি। কিন্তু কোথায় রাউটার রাখলে সবচেয়ে ভালো হবে সেটা না জেনে রাউটার স্থাপন করলে দুই দিন পর পর ধীরগতির ইন্টারনেটের ঝামেলায় পড়া লাগবে।

    • অনেকের ধারণা রাউটার উচ্চ স্থানে রাখলে সিগন্যাল ভালো আসে। এ কথা ঠিক কিন্তু পুরোপুরি না। রাউটার নিচু স্থানে রাখলেও ইন্টারনেটের গতি একই থাকবে।

রাউটার বাড়ির মাঝ বরাবর কোনো স্থানে রাখতে হবে। এতে রাউটারের সিগন্যাল সব দিকেই পাওয়া যাবে। তবে নির্দিষ্ট কোনো ঘরে সিগন্যালের জন্য সেই ঘরেই রাউটার রাখা ভালো। যেমন- তবে ভালো কোনো স্থানে যেমন- শেলফ না র‍্যাকের উপর, হাতের নাগালের বাইরে রাখাই ভালো।

গুরুত্বপূর্ণ বিষয় হলো- রাউটারের সিগন্যাল ভালো পাওয়ার জন্য অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস বিশেষ করে মাইক্রোওয়েভ থেকে দূরে রাখাই ভালো। কারণ অনেক ইলেকট্রনিক ডিভাইস থেকেও বিভিন্ন ধরনের তরঙ্গ সৃষ্টি হয়, যা রাউটারের সিগন্যালে বাধা দেয়। এছাড়া, দ্রুত গতির ইন্টারনেটের জন্য রাউটারের অ্যান্টেনাগুলো একেক দিকে ছড়িয়ে রাখা উচিত। এতে সিগন্যালও একেক দিকে ছটিয়ে পড়বে।

ইবাংলা/ এইচ/ ৯ নভেম্বর, ২০২১

Contact Us