পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যা

জেলা প্রতিনিধি, পাবনা

পরকীয়ায় বাঁধা দেওয়ায় এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। হামিদা খাতুন (৩২) নামের ঐ নারীর স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ করা হয়। মঙ্গলবার (১৬ নভেম্বর) ভোররাতে সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের ফলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। হত্যার পর দেহ থেকে এক হাত ও এক পা বিচ্ছিন্ন করেছে ঘাতক স্বামী।

Islami Bank

নিহত হামিদা খাতুনের ভাই হামিদুল ইসলাম জানান, তেজেম মোল্লা পরকীয়ায় জড়িয়ে আসক্ত বিষয়টি জানার পর প্রায়ই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ হত। এর জেরে তেজেম মোল্লা স্ত্রীকে প্রায়ই মারধর করতেন।

আরো পড়ুন: দুই দিন ধরে খাটের নিচে মায়ের লাশ

one pherma

মঙ্গলবার ভোররাতে আমার বোনকে কুপিয়ে হত্যা করে সে। হত্যার পর তার এক হাত ও এক পা শরীর থেকে বিচ্ছিন্ন করে। পরে ফোন দিয়ে সে আমার বোনকে হত্যার বিষয়টি জানিয়ে পালিয়ে যায়। পরে আমরা বাড়িতে পুলিশকে খবর দেই।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইবাংলা/ টিপি/ ১৬ নভেম্বর,২০২১

Contact Us