নিয়োগ পরীক্ষায় বিশ্ববিদ্যালয় ছাত্র গ্রেফতার
জেলা প্রতিনিধি, বরিশাল
বরিশালে ট্রেইনি রিক্রুট কন্সটেবল নিয়োগ প্রক্রিয়ার লিখিত পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র গ্রেপ্তার হয়েছেন। বুধবার (১৭ নভেম্বর) দুপুরে নগরীর কালেক্টরেট স্কুল এন্ড কলেজে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন।
আটক আবুল খায়ের আরাফাত জুয়েল বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং বিভাগের ছাত্র। কোতয়ালী মডেল থানার পরিদর্শক লোকমান হোসেন জানান, মুক্তিযোদ্ধা কোটার (পুরুষ) প্রার্থী উজিরপুরের বাসিন্দা জীবন হালদারের ছেলে সৌরভ হালদারের জন্য প্রক্সি পরীক্ষা দিতে এসে আরাফাত গ্রেপ্তার হয়।
এর আগে প্রবেশ পত্র যাচাই করে হাজিরা শীটে স্বাক্ষর নেওয়ার সময় সন্দেহ হয় হল পরিদর্শকের। সে সময় বিভিন্ন প্রশ্নের উত্তর না দিতে পেরে সব শেষে সে প্রক্সি দিতে এসেছে বলে স্বীকার করে। ৩০ হাজার টাকা চুক্তিতে বিশ্ববিদ্যালয় ছাত্র আরাফাত এই পরীক্ষা দিতে এসেছে বলে পুলিশকে জানায়।
এছাড়া মূল পরীক্ষার্থী সৌরভ হালদারের খাতা বাতিল করা হয়েছে। তার ঠাকুরদা হরলাল হালদার মুক্তিযোদ্ধা ছিলেন, সেই কোঠার প্রার্থী ছিলেন সৌরভ হালদার। গ্রেপ্তারকৃত ছাত্রের বিরুদ্ধে জেলা পুলিশের একজন সাব ইন্সপেক্টর বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
ইবাংলা /টিআর /১৮ নভেম্বর ২০২১