প্রেমিকার বিয়ে ঠিক হওয়ায় কিশোরীকে ধর্ষণ

জেলা প্রতিনিধি, সিলেটে

প্রেমের সম্পর্ক চলছিলো কয়েক বছর ধরে দু’জনের মধ্যে। সম্প্রতি প্রেমিকার বিয়ে ঠিক হয়।প্রেমিক এ খবরে ক্ষুব্ধ হয়ে ওঠেন। মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকালে প্রেমিকাকে খবর দিয়ে নিয়ে এসে নগরীর একটি আবাসিক হোটেলের কক্ষে আটকে ধর্ষণ করেন প্রেমিক।

Islami Bank

প্রেমিকা কৌশলে বিষয়টি তার বান্ধবীকে জানালে বান্ধবী ৯৯৯-এ কল দিয়ে পুলিশের কাছে অভিযোগ জানান। পরে পুলিশ অভিযান চালিয়ে সেই প্রেমিকাকে উদ্ধার ও প্রেমিককে গ্রেফতার করে। বুধবার (১৬ নভেম্বর) জাহাঙ্গীর আহমেদ (২৮) নামের সেই প্রেমিককে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।সিলেট কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ৩ মাস আটকে রেখে গণধর্ষণ!

তিনি জানান, মঙ্গলবার বিকালে এক নারী ৯৯৯ নম্বরে কল করে বলেন, তার বান্ধবী বিপদে পড়েছে। তার বান্ধবীকে সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে আটকে রেখে ধর্ষণ করা হচ্ছে। ৯৯৯ তাৎক্ষণিকভাবে বিষয়টি কোতোয়ালি থানায় জানিয়ে দ্রুত ভিকটিমকে উদ্ধারের ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়।

one pherma

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি দল ওই আবাসিক হোটেল থেকে ভুক্তভোগী তরুণীকে (২২) উদ্ধার করা হয়। এসময় ধর্ষণের অভিযোগে প্রেমিক জাহাঙ্গীর আহমেদকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, প্রেমিক-প্রেমিকা দুজনেরই বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজিতে। তাদের মধ্যে কয়েক বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক হলে দুজনের মধ্যে বিরোধ দেখা দেয়। এতে ক্ষুব্ধ হয়ে জাহাঙ্গীর ওই তরুণীকে খবর দিয়ে হোটেলে নিয়ে এসে ধর্ষণ করেন।

ইবাংলা/ নাঈম/ ১৮ নভেম্বর, ২০২১

Contact Us