কোচিং সেন্টার বন্ধের ঘোষণা

নিজস্ব প্রতিবেদ, ঢাকা

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন,আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সামনে রেখে আগামী ২৫ নভেম্বর থেকে দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।

আরও পড়ুন: নিয়োগ পরীক্ষায় বিশ্ববিদ্যালয় ছাত্র গ্রেফতার

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সচিবালয়ে জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে আগামী ২৫ নভেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ থাকবে।

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে মোট ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। ২ ডিসেম্বর থেকে এই পরীক্ষা শুরু হবে।

ইবাংলা/ নাঈম/ ১৮ নভেম্বর, ২০২১

Contact Us