৪৬ বছর বয়সে যমজ সন্তানের মা হলেন প্রীতি জিন্টা
তাসিন
স্যারোগেসি পদ্ধতিতে (গর্ভভাড়া) তার স্বামী জেনে গুডএনাফ ও তার সংসারে এক ছেলে ও এক মেয়ের জন্ম হয়েছে বলে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) এক টুইটে জানান ৪৬ বছর বয়সী এ বলিউড তারকা।
মা হওয়ার সংবাদটি দিয়ে প্রীতি তার পোস্টে লেখেন, আজ আমি সকলের সঙ্গে একটি আনন্দের খবর শেয়ার করতে চাই। আমাদের জীবনের নতুন অধ্যায় নিয়ে আমরা ভীষণ খুশি। আমি এবং জেন আমাদের যমজ সন্তানকে স্বাগত জানিয়েছি।
সন্তানদের নাম জানিয়ে লেখেন, যাদের একজনের নাম জয় জিনতা গুডেনাফ ও আরেকজনের নাম জিয়া জিনতা গুডেনাফ।
তিনি আরও লেখেন, আমাদের জীবনের নতুন এই অধ্যায়টি নিয়ে আমরা বেশ উচ্ছ্বসিত। এই অবিশ্বাস্য যাত্রার অংশ হওয়ার জন্য জীবনের নতুন যাত্রায় অংশ হওয়ার জন্য চিকিৎসক, সেবিকা ও স্যারোগেটকে হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আজ তাদের কারণেই আমরা অভিভাবক হতে পারলাম। আমাদের জীবনের নতুন অধ্যায় নিয়ে আমরা ভীষণ খুশি।
লসএঞ্জেলসে থিতু হন প্রীতি। বিয়ের পর অভিনয় থেকে নিজেকে অনেকটা গুটিয়ে নেন তিনি।
২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী জেনে গুডএনাফের সঙ্গে গাঁটছড়া বাধার পর লসএঞ্জেলসে থিতু হন প্রীতি। বিয়ের পর অভিনয় থেকে নিজেকে অনেকটা গুটিয়ে নেন তিনি।
১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত মনি রত্নমের ‘দিল সে’ চলচ্চিত্রের মধ্য দিয়ে রূপালী পর্দায় অভিষেক ঘটে প্রীতি জিনতার; সিনেমাটি বক্স অফিসে হিট করার তার পরিচিতি বাড়তে থাকে।
হিন্দী চলচ্চিত্রের পাশাপাশি তিনি তেলুগু, পাঞ্জাবি ও ইংরেজি ভাষার চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি।
কয়েকদিন আগে ক্যারিয়ারের ২৩ বছর পূর্ণ করেছেন এ নায়িকা। দীর্ঘ ক্যারিয়ারে ‘কাল হো না হো মুভি’, ‘বীর-জারা’, দিল চাহতা হ্যায়’সহ বেশ কয়েকটি আলোচিত চলচ্চিত্রে অভিনয় করেছেন প্রীতি।
দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও সাতবার ফিল্মফেয়ার পুরস্কার ও বার্লিন চলচ্চিত্র উৎসবে বিশেষ মেনশন পুরস্কার পেয়েছেন এ অভিনেত্রী।
ইবাংলা /এইচ/১৮ নভেম্বর, ২০২১