নতুন ফিফা র‌্যাংকিংয়ে ব্রাজিল-আর্জেন্টিনার অবস্থান

ক্রীড়া ডেস্ক :

ফুটবলের নতুন র‌্যাংকিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা)।  এতে আগে থেকে শীর্ষে থাকা বেলজিয়াম ধরে রেখেছে তাদের নিজেদের অবস্থান।  দুইয়ে আছে ব্রাজিল।

Islami Bank

র‌্যাংকিংয়ে আবারও সেরা পাঁচে ফিরেছে আর্জেন্টিনা।  বাংলাদেশের ১৮৭তম অবস্থানেও কোনো রদবদল হয়নি।

সম্প্রতি ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে দুটি ম্যাচ খেলে আর্জেন্টিনা।  লুইস সুয়ারেজদের বিপক্ষে জয় পেলেও ব্রাজিলের সঙ্গে ড্র করে তারা।  এতে র‌্যাংকিংয়েও ছয় থেকে এক ধাপ এগিয়ে পাঁচে এসেছে আলবিসেলেস্তেরা।

আরও পড়ুন : সবার আগে কাতার বিশ্বকাপে ব্রাজিল

পাঁচ থেকে দুই ধাপ নেমে সাতে চলে গেছে ইউরো চ্যাম্পিয়ন ইতালি।  তাদের পেছানোর সময় এগিয়েছে নেদারল্যান্ড।  এক ধাপ এগিয়েছে তারা।

one pherma

উপরের দুই দল ব্রাজিল ও বেলজিয়াম নিজেদের জায়গায় স্থির আছে।  আগের অবস্থানেই আছে তিনে থাকা বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স।

আরও পড়ুন : নেটিজেনদের ঘুম কেড়েছেন এই গলফার

সেরা দশে পরিবর্তন হয়নি যথাক্রমে সাত ও আট নম্বর অবস্থানে থাকা স্পেন ও পর্তুগালের অবস্থানেও।  এক ধাপ এগিয়ে চারে উঠেছে গত ইউরোর ফাইনালিস্ট ইংল্যান্ড।

বাংলাদেশ আছে নিজেদের আগের অবস্থানেই।  তবে র‌্যাংকিংয়ে ১০৪-এ চলে এসেছে প্রতিবেশী দেশ ভারত।

ইবাংলা/এএমখান/১৯ নভেম্বর, ২০২১

Contact Us