বিয়ের পরই নাম বদলে ফেলবেন ক্যাটরিনা

বিনোদন ডেস্ক :

বলিউডরে জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশল।  তাদের বিয়ে নিয়ে নানারকম গুঞ্জন বেড়েই চলেছে বলিউডের অন্দরে।  রোজই নতুন নতুন খবর ছড়িয়ে পড়ছে আরব সাগরের তীরে।  কখনও শোনা যাচ্ছে রাজস্থানের দুর্গে গিয়ে বিয়ে করছেন ভিকি ও ক্যাট।  আবার কখনও রটেছে বিয়ের পর একসঙ্গে থাকার জন্য মুম্বইয়ের জুহুতে নতুন এক ফ্ল্যাটও নাকি কিনেছেন তারা।  আর এবার শোনা যাচ্ছে, ভিকির সঙ্গে বিয়ের পর নাকি ক্যাটরিনা নিজের পদবি বদলে ফেলবেন!

Islami Bank

সূত্রের খবর অনুযায়ী, ডিসেম্বরের শুরুতে ভিকির সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন ক্যাট।  কিন্তু বিয়ে হওয়ার আগেই নাকি ক্যাটরিনা ঠিক করে ফেলেছেন তার নামের সঙ্গে ভিকি কৌশলের পদবি যোগ করবেন।

এমনকী, শোনা যাচ্ছে, প্রযোজক সংস্থা ও পরিচালককে ক্যাটরিনা কাইফ জানিয়েছেন তার আগামী ছবি ‘টাইগার থ্রি’র টাইটেল কার্ডে ক্যাটরিনা কাইফ কৌশল নাম অন্তর্ভুক্ত করতে।  তবে এই কথা রটলেও, এই নিয়ে আপাতত ক্যাটরিনার তরফ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন : ১৭ বছরেই দুই সন্তানের মা এই অভিনেত্রী

one pherma

বলিউডে এ ঘটনা প্রথম নয়।  এর আগে করিনা কাপুর, সোনম কাপুরও বিয়ের পর নিজের নামের সঙ্গে যুক্ত করেছেন স্বামীর পদবি।  সেই পথেই এবার হাঁটতে চলেছেন ক্যাটরিনা।

জোর গুঞ্জন ভিকি ও ক্যাটরিনার বিয়ের জন্য ডিসেম্বর মাসের সাত তারিখ থেকে ১২ তারিখ পর্যন্ত হোটেল বুক করা হয়েছে।  দুর্গের নিরাপত্তায় বাড়তি জোর দেওয়া হয়েছে।  ভিকি ও ক্যাটরিনার পরিবার, বন্ধু, আত্মীয়রা ছাড়াও বলিউডের অনেকেই এই হাই প্রোফাইল বিয়েতে নিমন্ত্রিত।

অতিথি তালিকায় করণ জোহর, আলি আব্বাস জফর, কবীর খান, মিনি মাথুর, রোহিত শেট্টি, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আডবাণী, বরুণ ধবন, নাতাশা দালাল থাকতে পারেন বলে জানা গিয়েছে।  তবে এই তালিকায় সালমান খান থাকবেন কিনা, তা এখনও জানা যায়নি।

ইবাংলা/এএমখান/২০ নভেম্বর, ২০২১

Contact Us