সড়ক দুর্ঘটনায় জজ কোর্টের পেশকার নিহত

জেলা প্রতিনিধি, মেহেরপুর

ইট বোঝায় লাটাহাম্বার গাড়ির ধাক্কায় মেহেরপুর জজ কোর্টের পেশকার মোমিনুল হক মোমিন (৩০) নিহত হয়েছেন। রোববার (২১ নভেম্বর) গাংনী উপজেলার মেহেরপুর কুষ্টিয়া সড়কের চেংগাড়া নামক স্থানে সকাল ৯টায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

Islami Bank

নিহত মোমিনুল হক মোমিন উপজেলার হোগলবাড়িয়া গ্রামের মালিথা পাড়ার মৃত মরজুল ইসলাম ফরাজির ছেলে।

স্থানীয় এলাকাবাসী জানান, মোমিনুল হক মোমিন মোটরসাইকেল নিয়ে হোগলবাড়ি গ্রাম থেকে মেহেরপুর জজ কোর্টে যাচ্ছিলেন। এসময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে লাটাহাম্বার গাড়ি ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন তিনি।

one pherma

স্থানীয়রা মোমিনকে আহত অবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ইবাংলা / নাঈম/ ই/২১ নভেম্বর ২০২১ 

Contact Us