সৌদি গেমের প্রচারণায় মক্কার সাবেক ইমাম
ইবাংলা প্রযুক্তি ডেস্ক
রিয়াদ সিজন ২০২১-এর উৎসবের ‘কম্বাট ফিল্ড’ নামের ভার্চুয়াল গেমের প্রচার ভিডিও ক্লিপে মক্কার গ্র্যান্ড মসজিদের সাবেক ইমাম আদেল আল কালবানিকে অন্য তারকাদের সঙ্গে দেখা যায়। তাঁর এ কার্যক্রম ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয়েছে নানা ধরনের আলোচনা-সমালোচনা।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, ভার্চুয়াল গেমের প্রচারণা ভিডিও ক্লিপে ৬২ বছর বয়সী আল কালবানিকে সামরিক পোশাকে একটি যুদ্ধের নেতৃত্ব দিতে দেখা গেছে। এ সময় তার পেছনে অনেক শিষ্যকেও দেখা যায়।
ওই ভিডিওটি ২৪ ঘণ্টার কম সময়ে ৫০ লাখ বার দেখা হয়েছে। ওই ভিডিও প্রচারণায় অংশ নেয়ায় অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী আদিল আল-কালবানির কড়া সমালোচনা করেছেন। তারা অভিযোগ করেছেন, তিনি ‘দুর্নীতিকে’ সমর্থন করছেন।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সৌদির জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি (জিইএ)-এর চেয়ারম্যান তুর্কি আল শেখ টুইটারে ভিডিও ক্লিপ শেয়ার দেন। টুইটারে প্রকাশের পর কয়েক ঘণ্টার মধ্যে প্রচারণামূলক ভিডিওটি পাঁচ মিলিয়নের বেশি লোক দেখেছে।
রিয়াদের বার্ষিক বিনোদন উৎসবে ‘কমব্যাট ফিল্ড’ ভার্চুয়াল গেমটি প্রধান আকর্ষণ হিসেবে থাকছে। ইভেন্টটি গত ২৩ অক্টোবর থেকে শুরু হয়, আগামী বছরের ১৬ মার্চ পর্যন্ত চলবে। এতে যুগ যুগ ধরে নানা উপায়ে চলে আসা লড়াই, যুদ্ধ, তরবারি, তীর, ধনুক ও ড্রোনের ব্যবহার দর্শকরা দেখার সুযোগ পাবে।
ইবাংলা / এইচ / ২১ নভেম্বর, ২০২১