যথাযথ মর্যাদায় মোংলায় উদযাপিত হয়েছে বিজয় দিবস

জসিম উদ্দিন, জেলা প্রতিনিধি( বাগেরহাট)

সারাদেশের মত যথাযোগ্য মর্যাদায় মোংলা বন্দরে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে নানা কর্মসূচি পালন করে বন্দর কতৃপক্ষ, উপজেলা প্রশাসন,মোংলা পোট পৌরসভা,নৌবাহিনীও কোস্টগার্ড।

দিবসের প্রথম প্রহরে স্বাধীনতা স্থম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্থানীয় সাংসদ ও উপমন্ত্রী হাবিবুন নাহার, মোংলা বন্দর কতৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা, পৌর মেয়র শেখ আঃ রহমান, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম।

এছাড়া বন্দর এলাকায় নব নির্মিত স্বাধীনতা চত্বর উদ্ধোধন করেন, মোংলা বন্দর কতৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা। এর আগে বন্দর এলাকায় স্বাধীনতা স্থম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, বন্দর চেয়ারম্যান সহ কর্মকর্তা- কর্মচারীগন।

১৬ ডিসেম্বর রাত ১২ টা এক মিনিটে বন্দরে অবস্থানরত দেশি-বিদেশি জাহাজে এক মিনিট বিরতিহীন হুইসেল বাজানো হয়। এছাড়া দিবসের প্রথম প্রহরে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনও করা হয় এদিন। এছাড়া বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মক্ত করা হয় জনসাধারনের জন্য।

ইবাংলা/ ই/ ১৭ ডিসেম্বর, ২০২১

উদযাপিতদিবসবিজয়
Comments (0)
Add Comment