জল পাথরের সৌন্দর্যমন্ডিত বিছানাকান্দি

জেলা প্রতিনিধি , সিলেট

একঘেয়ে জীবন থেকে প্রকৃতির সান্নিধ্যে হারিয়ে যেতে চাইলে ঘুরে আসুন সিলেটের বিছানাকান্দি থেকে। প্রকৃতির এক অনন্যসুন্দর জায়গা বিছানাকান্দি। প্রতিবছর অসংখ্য মানুষ সেখানে যাচ্ছে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য। সিলেট শহরের বিমানবন্দর রোড ধরে বিছানাকান্দির পথ। দু’পাশের সবুজ চা বাগান পেছনে ফেলে আপনাকে যেতে হবে গন্তব্যে।

এই পথ ধরে গেলে মনে হবে, পুরো পৃথিবীটাই যেন সবুজের রাজ্য। আর আঁকা বাঁকা পাহাড়ি উঁচুনিচু পথটাকে কেউ বড় অজগর বলেও ভুল করতে পারেন। সিলেট থেকে ভোলাগঞ্জ মহাসড়ক ধরে সালুটিকর বাজারের ডানদিকে গোয়াইনঘাট লিঙ্ক রোড হয়ে দেড়ঘণ্টার রাস্তা পাড়ি দিয়ে পৌঁছে যাওয়া যাবে বিছানাকান্দি।

যাওয়ার পথে চা বাগানসহ সুন্দর প্রাকিতিক দৃশ্য চলার পথকে উপভোগ্য করে তুলবে। বাইরে চোখ রাখলেই অফুরন্ত সবুজ মাঠ ঘাট দেখতে পারবেন আর একটু লক্ষ্য করলেই মাঠগুলোর পিছনে নীল পাহাড় চোখে পড়বে। নীল আকাশ আর তার চাইতেও নীল পাহাড় এবং সবুজের যে অপূর্ব সমন্বয় তা শহরের মানুষগুলোর জন্য যেন উপহারের মত।

বিছানাকান্দির স্বচ্ছ আর হিমশীতল পানির নিচে যেন শত শত পাথরের মেলা বসেছে। নানা রঙের, নানা আকারের আর বিচিত্র সব উপাদানের পাথরে ভরপুর এই জায়গাটিকে পাথরের রাজ্য বললে ভুল হবে না। পানিতে শরীর এলিয়ে দিয়ে যখন চোখ বুজে আসে তখন একে পাথরে ভরা বাথটাব বলেই মনে হয়। বর্ষার সময়টাতে পানিতে টইটুম্বুর থাকে বিছানাকান্দি। অপরূপ চোখ জুড়ানো এক মোহনীয়তায় যেন আবিষ্ট করে রাখে এখানে আসা মানুষগুলোকে। তবে শীতকালে বিছানাকান্দির জৌলুস অনেকটাই কমে যায়। তাই শীতকালে ভ্রমন আকর্ষনীয় নাও হতে পারে।

বিছানাকান্দি ভারত এবং বাংলাদেশের বর্ডার এলাকায় অবস্থিত। প্রায় ১০০ গজ দূরে থাকা লাল পতাকাগুলোর ওপাশেই ভারত। এখান থেকে সহজেই ভারতীয় জলপ্রপাত গুলো দেখা যায় যা থেকে পানি বয়ে আসে বিছানাকান্দি পর্যন্ত। পাথর, পানি, পাহাড় আর আকাশ নিয়েই যেন বিছানাকান্দি। এখানে আসার পর যে কথাটি সর্বপ্রথম মনে হয় তা হল প্রশান্তি। এই প্রশান্তিটুকু নিমিষেই ভুলিয়ে দেয় পথের ক্লান্তি ও গ্লানি। প্রকৃতির সৌন্দর্যের কাছে যেন হার মানতেই হয় নাগরিক সভ্যতাকে।

ইবাংলা /টিপি /১৯ ডিসেম্বর ২০২১

বিছানাকান্দি
Comments (0)
Add Comment