নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ীপুরুলিয়া হাট-বাজার ব্যবস্থাপনা ও ইজারা কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৯এপ্রিল) ৫২ সদস্য বিশিষ্ট এ কমিটি আত্মপ্রকাশ পায়। এতে মো.হায়দার মোল্যা সভাপতি ও ইমরুল ইসলাম সাধারণ সম্পাদক মনোনীত হন।
বৃহস্পতিবার (৭এপ্রিল) হাট-বাজার ইজারা কার্যালয়ে স্থানীয় ব্যবসায়ীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে গঠিত কমিটি চাঁচুড়ী ও পুরুলিয়া ইউপি চেয়ারম্যানের সুপারিশে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুমোদ দেন।
৫২ সদস্যের কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি জান্নাত সরদার ও মহাসীন মোল্যা, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বিপুল আবিদ হাসান সবুজ ও ফিরোজ সরদার,কোষাধ্যক্ষ রিয়াজ বিশ্বাস,সাংগঠনিক সম্পাদক ওসিকুর রহমান মোল্যা,দপ্তর সম্পাদক নিয়ামত শেখ প্রমুখ।
কমিটি সূত্রে জানা যায়, ঘোষিত কমিটির মেয়াদ এক বছর। হাট-বাজারের উন্নয়ন, শান্তিশৃঙ্খলা রক্ষা,ব্যবসায়ীদেরস্বার্থরক্ষাসহ যাবতীয় কাজ করবে এ কমিটি। এ ছাড়া এ কমিটি বাজারের ব্যবসায়ীদের ভোটার তালিকা হালনাগাদ করে একটি নির্বাচনের ব্যবস্থা করবে।
কালিয়া উপজেলা হাট বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আরিফুল ইসলাম বলেন, হাট বাজার দৈনন্দিন পরিচালনা, উন্নয়ন ও রক্ষণাবেক্ষন, পরিস্কার পরিচ্ছন্নতা এবং একটি অবাধ ও গ্রহনযোগ্য বাজার ব্যবস্থাপনা করার জন্য একটি কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
ইবাংলা / জেএন /৯ এপ্রিল,২০২২