দেশ যতদূর এগিয়ে যাবে ততদূর বঙ্গবন্ধুর নাম অম্লান থাকবে

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেছেন, জাতির জনককে হত্যা করে বাংলাদেশকে ৪৭ বছর পিছিয়ে দিয়েছে দুষ্কৃতকারীরা। শোক আমাদের শক্তি জোগায়। বাংলাদেশ যতদূর এগিয়ে যাবে ততদূর বঙ্গবন্ধুর নাম অম্লান থাকবে।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ অবিচ্ছেদ অংশ। একটি ছাড়া অন্যটি কল্পনা করা যায় না। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন মুজিবের অবদান রয়ে যাবে। সামনের দিনগুলোতে আমরা একসাথে তার আদর্শকে বুকে ধারণ করে সামনে এগিয়ে যাবো।

সোমবার (১৫ আগস্ট) সকাল ১০ টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন…আইইবিতে জাতীয় শোক দিবস উদযাপন

এসময় উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. আমলগীর হোসেন ভুঁইয়া, রেজিস্ট্রার এইচ এম আলী হাসান, প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন, পরিবহন প্রশাসক প্রফেসর ড. আনেয়ার হোসেন, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. শেলীনা নাসরীন। এছাড়াও বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মাহবুবুল আরফিন, শাপলা ফোরামের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মামুনুর রহমান, শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত, সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়সহ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাড়াও শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিট, শাপলা ফোরাম, কর্মচারী সমিতি, সহায়ক কর্মচারী সমিতি, সহায়ক টেকনিক্যাল কর্মচারী সমিতি, আবাসিক হল, অনুষদ, বিভাগ, শাখা ছাত্রলীগ, ডিবেটিং সোসাইটি ইবি প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

আলোচনা সভা শেষে ১৫ আগস্টে নিহতদের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম কাম খতিব ড. আ স ম শোয়াইব আহমেদ। এছাড়াও বাদ জোহর কেন্দ্রীয় মসজিদে কুরআন খতম ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন…জবি সাংস্কৃতিক কেন্দ্রের শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা

এর আগে সকাল সাড়ে ৯টায় দিবসটি উপলক্ষে প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা অর্ধনমিত করেন ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম। এরপর সেখান থেকে শোক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষণ করে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে এসে শেষ হয়। এছাড়াও বিভিন্ন আবাসিক হলে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়।

ইবাংলা/জেএন/১৫ আগস্ট,২০২২