বহিষ্কৃত ও অব্যাহতিপ্রাপ্ত নেতাকর্মীদের ফিরিয়ে নিতে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে নির্দেশ দিয়েছেন দলের চিফ প্যাট্রন রওশন এরশাদ। দ্বাদশ সংসদ নির্বাচনের আগে জাতীয় পার্টির নেতৃত্ব প্রশ্নে তোড়জোড় শুরু হয়েছে। সম্প্রতি দলটির প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙ্গাসহ বেশ কয়েক জনকে অব্যাহতি দেওয়ায় প্রকাশ্যেই মতবিরোধ দেখা দিয়েছে। অব্যাহতি পেয়ে দলের চেয়ারম্যান জি এম কাদেরকে তো হুমকিই দিয়ে বসলেন রাঙ্গা।
বুধবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে রওশনের চিঠির কথা নিশ্চিত করেছেন তার রাজনৈতিক সচিব গোলাম মসিহ। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রওশন এরশাদ এক চিঠিতে এই নির্দেশনা দেন।
আরও পড়ুন…রাজনীতির নামে যারা আগুন সন্ত্রাস করবে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে
চিঠিতে রওশন উল্লেখ করেন, ‘গঠনতন্ত্রের ২০-এর উপধারা-১ অনুযায়ী প্রধান পৃষ্ঠপোষকের ক্ষমতাবলে চেয়ারম্যানের বিশেষ ক্ষমতা এবং মৌলিক অধিকার পরিপন্থী ধারা ২০-এর উপধারা ১ (১)-এর ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ এবং উপধারা ২-এর ক, খ, গ এবং উপধারা-৩-এ বর্ণিত অগণতান্ত্রিক ও স্বেচ্ছাচারীমূলক বিধান স্থগিত করে জাতীয় পার্টির অব্যাহতিপ্রাপ্ত ও কমিটি থেকে বাদ দেওয়া সব নেতাকর্মীকে পার্টিতে অন্তর্ভুক্তির আদেশ দেওয়া যাচ্ছে।’
চিঠিতে সদ্য অব্যাহতিপ্রাপ্ত সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য মশিউর রহমান রাঙ্গা, সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা, সাবেক সংসদ সদস্য আবদুল গাফফার বিশ্বাস, সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য এম এ সাত্তার, দেলোয়ার হোসেন খান, জাফর ইকবাল সিদ্দিকী, ফখরুজ্জামান জাহাঙ্গীর, কাজী মামুনুর রশিদ, ইকবাল হোসেন রাজু, সাবেক উপদেষ্টা মাহবুবুল আলম বাচ্চুসহ দেশজুড়ে অব্যাহতিপ্রাপ্ত, বহিষ্কার ও নিষ্ক্রিয় করে রাখা সকল নেতাকর্মীদের আগের পদ পদবিতে অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেওয়া হয়।
ইবাংলা/জেএন/২১ সেপ্টেম্বর, ২০২২