চারদিন বন্ধ থাকার পর আজ শনিবার সকাল থেকে পুনরায় বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে দু-দেশের মধ্যে আমদানী রফতানী বানিজ্য শুরু হয়েছে। আমাদানী রফতানী চালু হওয়ায় কর্মচাঞল্যতা ফিরে এসেছে দু বন্দর এলাকায়। ভারতে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে সরকারী ছুটি থাকায় ১২ অক্টোবর সকাল থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চার দিন আমদানী রফতানী বানিজ্য বন্ধ রাখে ভারতীয় ব্যবসায়ীরা।
তবে এ চারদিন বেনাপোল কাস্টম হাউজ ও বন্দরে পণ্য খালাস এবং বাংলাদেশ ভারতের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক ছিল । ভারতের পেট্রাপোল স্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক কার্তিক চক্রবর্তি জানান, দূর্গাপুজা উপলক্ষে ১২ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দুদেশের মধ্যে বানিজ্য বন্ধ ছিল। পুজা শেষে আজ শনিবার সকাল থেকে বেনাপোল পেট্রপোল বন্দর দিয়ে পুনারায় আমদানী রফতানী বানিজ্য চালু হয়েছে। আমাদানী রফতানী চালু হওয়ায় কর্মচাঞ্চল্যতা ফিরে এসেছে দু বন্দর এলাকায়। বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন তরফদার জানান, ভারতে সরকারী ছুটি থাকার কারনে সেদেশের ব্যবসায়ীরা ১২ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত আমদানী রফতানী সংক্রান্ত কোন কাজ করেনি। এ কারনে বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে চার দিন আমদানী রফতানী বন্ধ ছিল। আজ শনিবার সকাল থেকে আগের নিয়মে দুদেশের মধ্যে আমদানী রফতানী বানিজ্য চালু হয়েছে। সকাল থেকে দুপুর ১ টা পর্যন্ত ৮৫ ট্রাক ভারতীয় আমদানী পন্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করেছে এবং ৩৫ ট্রাক রফতানী পন্যবাহী ট্রাক ভারতের পেট্রপোল বন্দর প্রবেশ করেছে।
চারদিন বন্ধ থাকার পর বেনাপোল বন্দর দিয়ে দু-দেশের মধ্যে আমদানী রফতানী বানিজ্য শুরু বেনাপোল(যশোর)সংবাদদাতা। ছবি আছে চারদিন বন্ধ থাকার পর আজ শনিবার সকাল থেকে পুনরায় বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে দু-দেশের মধ্যে আমদানী রফতানী বানিজ্য শুরু হয়েছে। আমাদানী রফতানী চালু হওয়ায় কর্মচাঞল্যতা ফিরে এসেছে দু বন্দর এলাকায়। ভারতে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে সরকারী ছুটি থাকায় ১২ অক্টোবর সকাল থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চার দিন আমদানী রফতানী বানিজ্য বন্ধ রাখে ভারতীয় ব্যবসায়ীরা। তবে এ চারদিন বেনাপোল কাস্টম হাউজ ও বন্দরে পণ্য খালাস এবং বাংলাদেশ ভারতের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক ছিল । ভারতের পেট্রাপোল স্টাফ এসোসিয়েনের সাধারন সম্পাদক কার্তিক চক্রবর্তি জানান, দূর্গাপুজা উপলক্ষে ১২ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দুদেশের মধ্যে বানিজ্য বন্ধ ছিল।
পুজা শেষে আজ শনিবার সকাল থেকে বেনাপোল পেট্রপোল বন্দর দিয়ে পুনারায় আমদানী রফতানী বানিজ্য চালু হয়েছে। আমাদানী রফতানী চালু হওয়ায় কর্মচাঞ্চল্যতা ফিরে এসেছে দু বন্দর এলাকায়। বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন তরফদার জানান, ভারতে সরকারী ছুটি থাকার কারনে সেদেশের ব্যবসায়ীরা ১২ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত আমদানী রফতানী সংক্রান্ত কোন কাজ করেনি। এ কারনে বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে চার দিন আমদানী রফতানী বন্ধ ছিল। আজ শনিবার সকাল থেকে আগের নিয়মে দুদেশের মধ্যে আমদানী রফতানী বানিজ্য চালু হয়েছে। সকাল থেকে দুপুর ১ টা পর্যন্ত ৮৫ ট্রাক ভারতীয় আমদানী পন্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করেছে এবং ৩৫ ট্রাক রফতানী পন্যবাহী ট্রাক ভারতের পেট্রপোল বন্দর প্রবেশ করেছে।
চারদিন বন্ধ থাকার পর বেনাপোল বন্দর দিয়ে দু-দেশের মধ্যে আমদানী রফতানী বানিজ্য শুরু বেনাপোল(যশোর)সংবাদদাতা। ছবি আছে চারদিন বন্ধ থাকার পর আজ শনিবার সকাল থেকে পুনরায় বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে দু-দেশের মধ্যে আমদানী রফতানী বানিজ্য শুরু হয়েছে। আমাদানী রফতানী চালু হওয়ায় কর্মচাঞল্যতা ফিরে এসেছে দু বন্দর এলাকায়। ভারতে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে সরকারী ছুটি থাকায় ১২ অক্টোবর সকাল থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চার দিন আমদানী রফতানী বানিজ্য বন্ধ রাখে ভারতীয় ব্যবসায়ীরা। তবে এ চারদিন বেনাপোল কাস্টম হাউজ ও বন্দরে পণ্য খালাস এবং বাংলাদেশ ভারতের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক ছিল । ভারতের পেট্রাপোল স্টাফ এসোসিয়েনের সাধারন সম্পাদক কার্তিক চক্রবর্তি জানান, দূর্গাপুজা উপলক্ষে ১২ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দুদেশের মধ্যে বানিজ্য বন্ধ ছিল।