করোনা: ভারতে মৃত্যুর মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

প্রাণঘাতি মহামারি করোনায় পার্শ্ববর্তী দেশ ভারতে সংক্রমণ কিছুটা কমলেও বেড়েছে মৃত্যু। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৯২ জন। এ নিয়ে মোট মারা গেছে ৪ লাখ ৬০ হাজার ২৬৫ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা শনাক্ত হয়েছে আরও ১০ হাজার ৯২৯ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৩ লাখ ৪৪ হাজার ৬৮৩ জন।

শনিবার (৬ নভেম্বর) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যানে এসব তথ্য তুলে ধরা হয়।

পরিসংখ্যানে বলা হয়, দৈনিক সংক্রমণ কমলেও বেড়েছে দৈনিক মৃত্যু। গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৩৯২ জনের। এর মধ্যে ৩১৪ জনই কেরলের। গত ২৪ ঘণ্টায় কেরলে মৃত্যু বৃদ্ধিতে বেড়েছে দৈনিক মৃত্যুও। বাকি রাজ্যগুলিতে যদিও মৃত্যুর সংখ্যা নিয়ন্ত্রণেই রয়েছে। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং মহারাষ্ট্রে দৈনিক মৃত্যু দশের বেশি। বাকি সব রাজ্যে তা দশের কম।

আক্রান্তের সংখ্যা কম হওয়ায় ভারতে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী কমেছে প্রায় দু’হাজারের কাছাকাছি। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৯৫০ জন।

এদিকে বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় শনিবার (৬ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু বেড়েছে তবে কমেছে আক্রান্তের সংখ্যা। এ সময় মৃত্যু হয়েছে ৭ হাজার ৬৭৭ জনের, শনাক্ত হয়েছে ৫ লাখ ৯ হাজার ১৮১ জন।

এর আগে শুক্রবার (৫ নভেম্বর) মৃত্যু হয়েছিল ৭ হাজার ৪১৩ জনের, শনাক্ত হয় ৫ লাখ ৯ হাজার ৭০১ জন।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) মৃত্যু হয়েছিল ৭ হাজার ৬৪১ জনের, শনাক্ত হয়৪ লাখ ৭৯ হাজার ৯৪২ জন।

এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৪ কোটি ৯৮ লাখ ৪২ হাজার ৯৩৮ জন ও মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ লাখ ৫৩ হাজার ৭৮২ জনে। আর সুস্থ হয়েছেন ২২ কোটি ৬১ লাখ ৯৩ হাজার ৩১৫ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে ৪ কোটি ৭২ লাখ ৮০ হাজার ৪৪৯ জন। মৃত্যু হয়েছে ৭ লাখ ৭৪ হাজার ৬৭৩ জনের।

ইবাংলা/নাঈম/০৬ নভেম্বর, ২০২১

Contact Us