কাউন্সিলর প্রার্থী নিখোঁজ

জেলা প্রতিনিধি, গাজীপুর

কালিয়াকৈর পৌরসভার নির্বাচনের ৯ নংওয়ার্ডের ডালিম প্রতীকের কাউন্সিলর প্রার্থী মেহেদী হাসানকে বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল থেকে খুজেঁ পাওয়া যাচ্ছেনা। এঘটনায় কালিয়াকৈর থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে। এছাড়া তাকে ফিরে পেতে এলাকায় মাইকিং করা হয়েছে।

Islami Bank

নিখোঁজ কাউন্সিলর প্রার্থী হলেন, কালিয়াকৈর পৌরসভার সফিপুর পূর্বপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে মেহেদী হাসান (৪০)।

নিখোঁজের পরিবার ও সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, আগামী ২৮ নভেম্বর কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে ৯নং ওয়ার্ডে ডালিম প্রতীকের কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মেহেদী হাসান। তিনি সকাল সাড়ে ৬টার দিকে পৌরসভার সফিপুর পূর্বপাড়া এলাকার তার বাড়ি থেকে মসজিদের যাওয়ার কথা বলে বের হন।

one pherma

এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেনি। পরে পাড়া-মহল্লায় মাইকিং করেও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে না পেয়ে তার পরিবার ও কর্মী-সমর্থকদের মধ্যে ক্ষোভ আর হতাশা বিরাজ করছে।

এ ঘটনায় ওই কাউন্সিলর প্রার্থীর বাবা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এদিকে ওই কাউন্সিলর প্রার্থীকে খুঁজে না পেয়ে হতাশায় ভুগছেন তার পরিবার ও কর্মী-সমর্থকরা। এ ঘটনার পর থানা পুলিশ ও ডিবি পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।

ইবাংলা /টিআর /২৫ নভেম্বর ২০২১

Contact Us